হাতে গুনে পুজোর আর একমাস বাকি। এরই মধ্যে মহম্মদ আলি পার্কের পুজোর মন্ডপ খুলে ফেলার কাজ শুরু হয়ে গেল। পুরসভার নির্দেশ মতই বৃহস্পতিবার মহম্মদ আলি পার্কের নির্মীয়মাণ পুজো মণ্ডপ খুলে ফেলার কাজ শুরু হল। মহম্মদ আলি পার্কে দর্শনার্থীদের প্রবেশেও জারি হল নিষেধাজ্ঞা।
কলকাতা পুরসভার দাবি, মহম্মদ আলি পার্কের নির্মীয়মাণ মণ্ডপের নিচেই রয়েছে ব্রিটিশ আমলের তৈরি ভূগর্ভস্থ জলাধার। কিন্তু দর্শনার্থীদের ভিড়ের চাপে বড়সড় দুর্ঘটনার আশঙ্কার কথা মাথায় রেখেই পার্কের ভিতর মেলা ও পুজোর অনুমতি দেয়নি কেএমসি। এমনকী দর্শকদের পার্কের ভিতর ঢুকতে দেওয়া যাবে না বলেই দাবি পুরসভার।
যদিও পুজো উদ্যোক্তাদের একাংশের মতে, যখন খুঁটি পুজো হয়েছিল তখনই পুরসভা এই পদক্ষেপ জানিয়ে দিলে এই পরিস্থিতি তৈরি হত না। উদ্যোক্তাদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ পুরসভার এই সিদ্ধান্তে।
তবে জানা গিয়েছে, নতুন ভাবে আবার মণ্ডপ গড়বে মহম্মদ আলি পার্ক পুজো কমিটি। মণ্ডপের মুখ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে। ফুটপাতের আট ফুট আর পার্কের ভেতর ১২ ফুট অংশ নিয়ে ছোট করে মণ্ডপ তৈরি হবে। সব মিলিয়ে মণ্ডপের আয়তন হচ্ছে মোটামুটি ২০ ফুট।
প্রসঙ্গত, এবছরই মূল জায়গায় খুঁটি পুজো করে মণ্ডপের কাজ শুরু করেন উদ্যোক্তারা। খুঁটিপুজোর জন্য পুরসভার কাছে থেকে কোনরকম অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।