বৃহস্পতিবার থেকে আনলক ফাইভে যাচ্ছে দেশ। তাই পরিষেবা বাড়বে সর্বত্র। এই পরিস্থিতিতে বাংলায় স্বাস্থ্যবিধি মেনে পুজো করা হবে এবং সমস্ত অনুষ্ঠানই হবে বলে উত্তরকন্যার প্রশাসনিক বৈঠক থেকে বুধবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কোনওভাবেই জমায়েত যাতে না হয়, সেদিকেও নজর রাখতে বলেন পুলিশকে।
প্রশাসনিক বৈঠকে কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মুখ্যসচিব রাজীব সিনহা জানান, কালিম্পংয়ের করোনা পরিস্থিতি বেশ জটিল। তখনই মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন কালিম্পংয়ে বাড়ছে সংক্রমণ? অবিলম্বে পরিস্থিতি আয়ত্তে আনার নির্দেশও দেন তিনি। দার্জিলিংয়ের পরিস্থিতি অনেকটাই ভাল বলে জানান রাজীব সিনহা।
কোচবিহারের হলদিবাড়ি, শীতলকুচি–সহ ৫টি ব্লকে বিশেষ নজর দেওয়ার নির্দেশও দেন। মুখ্যসচিব জানান, উত্তরবঙ্গের এই তিন জেলাতেই চিকিৎসা পরিকাঠামোতে কোনও সমস্যা নেই। রোগীরা সঠিকভাবেই পরিষেবা পাচ্ছেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক আধিকারিকদের বলেন, ‘দেখতে হবে গ্রিন জোনে যাতে কোনওভাবেই নতুন করে সংক্রমণ ছড়াতে না পারে। যে এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে সেখানকার পরিস্থিতি আয়ত্তে আনতে হবে।’
করোনা আবহে পুজো প্রসঙ্গে মুখ্যমন্ত্রী সাফ জানান, ‘কোভিড পরিস্থিতিতেও পুজো হবে। সমস্ত ধর্মীয় অনুষ্ঠানই উদযাপন করা হবে। কিন্তু তা স্বাস্থ্যবিধি মেনে। বিসর্জনেও যেন ভিড় না হয়। ভিন্ন দিনে ভিন্ন এলাকায় বিসর্জন হবে। সেক্ষেত্রে কবে কারা বিসর্জন করবেন তা পুলিশ ঠিক করবে।’