আন্তর্জাতিক

বরফের দেশে প্রথম দুর্গাপুজো

কানাডার অন্টারিও প্রদেশের ছোট শহরের নাম ব্যারি। এখানে শীতকালে ঠান্ডার প্রকোপ বেশি। লোকসংখ্যাও কম। বাঙালি বলতে হাতে গোনা কয়েকটি পরিবার। কিন্তু আবহমান কাল ধরেই তো চারঘর বাঙালি মানেই মহালয়ার সমবেত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর আর দেবীবরণে মেতে ওঠা। তেমনই হয়েছে ব্যারিতেও। প্রথমবারের জন্য দুর্গাপুজোয় মাতছেন ব্যারির বাঙালিরা।

প্রথমবার দুর্গাপুজা, ঝক্কি কম নয়। আবার কোভিডের ভয়। এই পরিস্থিতিতে খুবই সন্তর্পর্ণে, সব বিধি মেনে এগোতে হচ্ছে। কোনও বড় জায়গা আমরা ভাড়া করতে পারেননি ব্যারির বাসিন্দারা। এক প্রবাসীর বাড়ির একটি বড় হল–ঘরেই পুজোর আয়োজন।

অভিনব প্রতিমা পরিকল্পনা। এক সদস্য বলছিলেন, মায়ের প্রতিমা আমরা নিজেরাই বানিয়েছি। আমাদের একজন সদস্য ভারতবর্ষ থেকে একটি মা–দুর্গার ছাঁচ আনিয়াছে অনলাইনে এবং তাতে আমরা মায়ের মূর্তির আকার দিয়েছি। ছোট করে কিন্তু প্রচুর অন্তরের ভালোবাসা দিয়ে।

জানা গিয়েছে, ১৫ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত জমজমাট পুজোর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বরফ ঢাকা দেশে ‌দুর্গাপুজো তো হচ্ছে। এই ছটি পরিবাররের মধ্যে একটি এমন পরিবার রয়েছে যাদের দেশের বাড়িতে দুর্গাপুজো হয়। অভিজ্ঞতার দাম দিয়ে এই পরিবারের হাতেই ছাড়া হয়েছে পুজোর ভার। ৬টি পরিবার মিলে আমরা পুজোর উদ্যোগ রিবার আরম্ভ করলেও এখন অনেক ভারতীয় আমাদের পুজোর সাথে যোগ দিতে চাইছেন। ফেসবুক গ্রুপের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থাও রাখছে ব্যারির বাঙালিরা।