বাংলার ফুটবলপ্রমীদের জন্য সুখবর। ডুরান্ড কাপ ফিরছে কলকাতায়। প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল ও একটি ফাইনাল মিলিয়ে মোট তিনটি ম্যাচ যুবভারতী ক্রীড়াঙ্গনে করার অনুমতি দিল কলকাতা পুলিশ। পূর্ব নির্ধারিত ক্রীড়াসূচিতে এই ম্যাচ কলকাতায় হওয়ার কথা ছিল। কিন্তু RG Kar কাণ্ডের জেরে কলকাতা থেকে ম্যাচ সরানোর সম্ভাবনা তৈরি হয়। কিন্তু অবশেষে জানা গেল ম্যাচ হবে কলকাতাতেই।
গত রবিবার, ১৮ আগষ্ট যুবভারতীতে ডুরান্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। কিন্তু শহরজুড়ে বিক্ষোভ চলায় নিরাপত্তার কারণে ম্যাচ বাতিল করতে হয়। বিধাননগরের পুলিশ কমিশনার জানান, গোপন সূত্রে তাঁদের কাছে খবর রয়েছে যে ম্যাচের সময় গ্যালারিতে সাধারণ দর্শকদের সঙ্গে মাঠে ঢুকে পড়তে পারে সমাজবিরোধীরা। ফলে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সেই ম্যাচ বাতিল করে ডুরান্ড কর্তৃপক্ষ। যদিও এই ম্যাচ বাতিলকো কেন্দ্র করে ক্ষোভ তৈরি হয় সমর্থকদের মধ্যে। স্টেডিয়ামের বাইরে দুই দলের সমর্থকেরা কাঁধেকাঁধ মিলিয়ে মিছিল করেন। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনাল ও ফাইনাল কলকাতাতেই আয়োজনের দাবি জানায় কলকাতার তিন প্রধান ক্লাব। তিন দলের তিন শীর্ষ কর্তারা যৌথ বিবৃতি দিয়ে এই কথা জানিয়ে দেন। প্রতিযোগিতা থেকে ইতিমধ্যে ছিটকে গিয়েছে মহামেডান স্পোর্টিং। তাঁদের কর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। অবশেষে সদস্য সমর্থকদের আবেগকে প্রাধান্য দিয়ে ডুরান্ড কাপ কলকাতায় ফেরানোর সিদ্ধান্ত নিল ডুরান্ড কর্তৃপক্ষ। স্বভাবতই ময়দানে খুশির হাওয়া।