দেশ ব্রেকিং নিউজ

ভারত জোড়ো ন্যায় যাত্রা’য় অশান্তির জের, মামলার তদন্তভার সিআইডি-র হাতে

এবার আরও বিপাকে রাহুল গান্ধি। ‘ভারত জোড়ো ন্যায় যাত্রায়’ ধুন্ধুমার পরিস্থিতিকে ঘিরে এফআইআরের পর এবার মামলার তদন্তভার গেল সিআইডি-র হাতে।

ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে অসমে প্রবেশ করতেই রবিবার থেকেই অশান্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে শহরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশেই রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।

এবার সেই মামলা রাজ্য সিআইডির হাতে তুলে দিল অসম পুলিশ। এদিন হিংসায় উসকানি, ভাঙচুর, সরকারি সম্পত্তির ক্ষতি ও পুলিশের উপরে আক্রমণের অভিযোগে রাহুল গান্ধি, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর নামে দায়ের করা হয় এফআইআর।