ব্রেকিং নিউজ রাজ্য

সিগন্যালিং সমস্যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় চরম যাত্রী ভোগান্তি

সিগন্যালিংয়ের সমস্যার কারণে শিয়ালদহ দক্ষিণ শাখায় দীর্ঘক্ষণ বন্ধ থাকল ট্রেন চলাচল। ফলে কাজের দিনে যাত্রীদের ভোগান্তি চরমে। ট্রেন না পেয়ে শিয়ালদহ স্টেশনেই আটকে থাকলেন বহু যাত্রী। সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে তীব্র ক্ষোভ যাত্রীদের।

মঙ্গলবার পৌনে তিনটে নাগাদ ফের চালু হয় ট্রেন পরিষেবা। সপ্তাহের কাজের দিনে, এই ট্রেন বিভ্রাটের জেরে ব্যাপক অসুবিধায় পড়তে হয় যাত্রীদের।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে প্রায় ঘণ্টাখানেক শিয়ালদহ স্টেশন থেকে দক্ষিণ শাখায় কোনও ট্রেন না ছাড়ার ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েন কাকদ্বীপ, নামখানা, লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ডহারবার, সোনারপুর, ক্যানিং, যাদবপুর, ঢাকুরিয়া সহ শিয়ালদহ দক্ষিণ শাখায় একাধিক রুটের যাত্রীরা।

যদিও রেলের দাবি, ঘটনার পরই তড়িঘড়ি আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। ট্রেন লাইনে সিগন্যালের মেরামতি করার কারণেই কিছুটা বেশি সময় লেগেছে।

প্রসঙ্গত, শিয়ালদহ ডিভিশনের দক্ষিণ শাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনভর প্রচুর মানুষের যাতায়াত এই লাইনে। এদিনের পরিস্থিতির জন্য রেল কর্তৃপক্ষকেই দুষছেন যাত্রী সাধারণের একাংশ।