আবহাওয়া ব্রেকিং নিউজ রাজ্য

নিম্নচাপের জেরে বাংলায় ফের দুর্যোগের পূর্বাভাস

আরও শক্তি বাড়াল নিম্নচাপ। বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশার উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তাল হবে সমুদ্র। আর এই নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের দুর্যোগের সম্ভবনা। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বজ্রপাত সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতা ও তার আশেপাশের এলাকায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হওয়ার কারণে তাপমাত্রাও অনেকটাই কমেছে।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতার আকাশ আংশিক মেঘলা ছিল। বিকেলের দিকে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অন্যদিকে, বঙ্গোপসাগরের অতি গভীর নিম্নচাপ এই মুহূর্তে ওড়িশার উপকূলে অবস্থান করছে। মঙ্গলবারের পর এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে।

হাওয়া অফিস সূত্রে খবর, কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকবে। মঙ্গল এবং বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওডিশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে রবিবার পর্যন্ত।