মঙ্গলবার রাত থেকেই গভীর কুয়াশা চাদরে ঘেরা ছিল মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার আকাশ আর তারই মধ্যেই বুধবার ভোররাতে ভরতপুর থানার অন্তর্গত সুরপারা এলাকায় ঘন কুয়াশার কারণেই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির।
পুলিশ জানিয়েছে মৃত ওই ব্যাক্তির নাম মামলোত সেখ। বাড়ি ভরতপুর থানার অন্তর্গত সুরপারা এলাকায়। বুধবার ভোর পাঁচটা নাগাদ এলাকাবাসী ওই ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে ভরতপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। পরে ভরতপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য।
পুলিশ ইতিমধ্যেই সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করে ওই ব্যক্তির মৃত্যুর কারন খতিয়ে দেখছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা সুরপাড়া গ্রাম জুড়ে এবং শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। জানা যায়, গতকাল বিকেলে ওই ব্যক্তি বাড়ি থেকে বেরোয়। তারপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বুধবার ভোররাতে মৃতদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এলাকার বাসিন্দাদের অনুমান, ডাম্পারের চাকায় পিষ্ট হয়েই মৃত্যু হয়েছে মামলোত সেখের।