দেশ ব্রেকিং নিউজ

এয়ার ইন্ডিয়া বাতিল করল দুবাই

করোনা রোগীকে নিয়ে সফর করার জন্য এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের পরিষেবা ১৪ দিনের জন্য বন্ধ করে দিল দুবাই বিমানবন্দর। কারণ করোনা রোগীকে নিয়ে দু’‌বার সফর করেছিল এই এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান। তাই ১৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত এই রুটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান বন্ধ থাকবে। এই কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসকে শাস্তি দেওয়া হয়েছে।
শুক্রবার থেকেই দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের সব বিমান বন্ধ করে দিয়েছে দুবাই অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, দুটি পৃথক ঘটনায় কোভিড–১৯ পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসা সত্ত্বেও সেই রোগীদের বিমানে সফর করিয়ে দুবাই পৌঁছে দেওয়া হয়েছে।
সংযুক্ত আরব আমিরশাহী সরকারের নিয়ম, ভারত থেকে দুবাই আসার ৯৬ ঘন্টা আগে কোভিড নেগেটিভ রিপোর্ট জমা করতে হবে। এবার থেকে তাই করতে হবে। কোভিড পজিটিভ থাকা এক যাত্রীকে ২ সেপ্টেম্বর জয়পুর থেকে দুবাই নিয়ে আসা হয়েছিল। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফের পরিষেবা শুরু করার জন্য, ভুল সংশোধনে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা সবিস্তার জানাতে অনুরোধ করা হয়েছে এয়ার ইন্ডিয়াকে।শুক্রবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৯৬,৪২৪ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২,১৪,৬৭৮ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ১০,১৭,৭৫৪ জন।