দুয়ারে রেশন এই মুহুর্তে বন্ধ হওয়ার কোন প্রশ্ন নেই। বুধবার রাতে মধ্যমগ্রামে সাংবাদিকদের জানালেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ।
তিনি জানান, “দুয়ারে রেশন নিয়ে যখন সিঙ্গেল বেঞ্চে দুটি মামলা হয়েছিল, সেই দুটি মামলায় আমরা জয়ী হয়েছি। আজ শুনেছি ডিভিশন বেঞ্চে একটি আদেশ হয়েছে। এখনো পর্যন্ত সেই অর্ডারের কপি হাতে পাইনি। অর্ডারের কপি হাতে পেয়ে আলোচনার করার পর এবং মুখ্যমন্ত্রী অনুমোদন করলে আপিল করব কিনা সেটা বলতে পারবো। তবে এই মুহুর্তে দুয়ারে রেশন বন্ধ হওয়ার কোন প্রশ্ন নেই, এটা চালু থাকবে।”
এদিন খাদ্যমন্ত্রী আরও জানান, এই প্রজেক্ট মুখ্যমন্ত্রীর ড্রিম প্রজেক্ট। তাই এই প্রকল্প বন্ধ হতে দিতে চাননা। মুখ্যমন্ত্রী অনুমোদন করলে রাজ্য প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যেতে পারে।
মন্ত্রীর কথায়, এই মুহূর্তে রাজ্যে মোট রেশন কার্ডের সংখ্যা ৮ কোটি ৯৭। সবাই এই দুয়ারে রেশনের সাথে যুক্ত আছে এবং মোট ২৯ হাজার ২৭৩ টি রেশন দোকান আছে রাজ্যে। প্রতিটি রেশন দোকানই দুয়ারে রেশন দিচ্ছে।
অন্যদিকে কেন্দ্রীয় সরকার বিনামূল্যে রেশন দেওয়ার মেয়াদ বাড়িয়ে আরও তিনমাস করেছে। সেই বিষয়ে মন্ত্রী জানান, এই বিষয়টি সম্পুর্ন কেন্দ্রের। প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা থেকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রক্রিয়া চালু হয়। যা সেপ্টেম্বর মাস পর্যন্ত দেওয়া হবে বলে জানানো হয়। সেই মেয়াদ বাড়িয়ে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। যদি সেই মেয়াদ আরও বাড়ায় তাহলে মানুষ সেই বেনিফিট পাবে বলে জানান মন্ত্রী রথীন ঘোষ।