আজ থেকে রাজ্যজুড়ে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে দুয়ারে রেশন প্রকল্প৷ কোভিড বিধি মেনেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার৷ আপাতত প্রতিটি জেলায় একটি করে রেশন দোকানের মাধ্যমে এই পরিষেবা শুরু হয়েছে৷ তবে ভৌগোলিক কারণে আপাতত পাহাড়ে এই পরিষেবা শুরু হচ্ছে না৷ তবে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির জেরে রাজ্যের বেশ কিছু জেলায় চালু হয়েছে এই দুয়ারে রেশন প্রকল্পের সুবিধা। তবে সবটাই হয়েছে পরীক্ষামূলকভাবে।
বিধানসভা নির্বাচনের প্রচারে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে এবার দুয়ারে রেশন মিলবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য নবান্নে পৌঁছতেই এই পাইলট প্রজেক্ট রূপায়নের তোড়জোড় শুরু হয়। সেই মতো, শুক্রবার রাজ্যের ২৩৪ জন রেশন কার্ড হোল্ডারের বাড়ির দরজায় পৌঁছে গেল রেশন। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। করোনা অতিমারির সময়ে দেরি না করে দ্রুত এই প্রকল্প শুরু করে দিতে চাইছে রাজ্য সরকার৷ পাইলট প্রকল্পে প্রতিটি জেলায় একটি করে রেশন দোকান থেকে সংলগ্ন একটি পাড়া বা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে৷ গত মঙ্গলবার দুয়ারে রেশন প্রকল্প নিয়ে রাজ্যের খাদ্য দপ্তরের প্রধান সচিবের সঙ্গে ফুড কমিশনারের বৈঠক হয়৷ সেই বৈঠকে হাজির ছিলেন রেশন ডিলাররা। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
ডাল, চাল, নুন, চিনি, তেল, মশলা ইত্যাদি পৌঁছে দেওয়া হয়েছে। কার্ড অনুযায়ী ঠিক যাঁর যতটা প্রাপ্য, তাঁর দুয়ারে ততটা খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। সুষ্ঠুভাবে গোটা কর্মকাণ্ডটি যৌথভাবে সম্পন্ন করেন খাদ্য দপ্তর, পশ্চিমবঙ্গ ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশন ও স্থানীয় পুরসভার প্রতিনিধিরা। এই প্রকল্প চালানোর জন্য প্রতি কুইন্টালে ২০০ টাকা করে রেশন ডিলারদের কমিশন দিতে হবে৷ প্রথম ১৫ দিন রেশন দোকান থেকেই এই প্রকল্পের জন্য জিনিস নিয়ে সরবরাহ করবেন রেশন ডিলাররা৷ প্যাকেজিং বাবদও আলাদা খরচ দেবে রাজ্য৷
খাদ্য দপ্তর সূত্রে খবর, এদিন হুগলির বাঁশবেড়িয়া, আসানসোল, হাওড়ার বালি-বেলুড়, উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, দক্ষিণ কলকাতার নিউ আলিপুর এবং ব্যারাকপুরের বরানগরে ২৩৪ জন রেশক কার্ড হোল্ডারের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়। এখন রাজ্যজুড়ে চলছে কার্যত লকডাউন। এই অবস্থায় বাড়ির দুয়ারে রেশন পেয়ে স্বভাবতই খুশি গ্রাহকরা। একটি নির্দিষ্ট ক্যাম্প করে রেশন পাঠানোর ব্যবস্থা করা হয়। তবে কোভিড বিধি মেনেই সব কাজ চলবে বলে জানাচ্ছেন রেশন ডিলার সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু।