পুজোর মুখে বড়সড় ধাক্কা রাজ্যের। রাজ্য সরকারের প্রকল্প ‘দুয়ারে রেশন’ বেআইনি। এবার এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। একুশের বিধানসভা ভোটের পর তৃতীয়বার বাংলার মনসদে বসার পর দুয়ারে রেশন প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই এই প্রকল্পের আইনি বৈধতা নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতেই বুধবার রায় দিল কলকাতা হাইকোর্ট।
২০২১ সালের আগস্ট মাসে রেশন ডিলারদের একটা অংশ হাইকোর্টে মামলা করেছিল। তাঁদের বক্তব্য ছিল, মানুষের বাড়ি বাড়ি এইভাবে রেশন পৌঁছে দেওয়া যায় না। সেই সময় বিচারপতি অমৃতা সিনহা ডিলারদের আবেদন খারিজ করে দেন। তারপর ফের ডিভিশন বেঞ্চে যায় মামলা। সেই মামলাতেই এদিন বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি চিত্তরঞ্জন সাউয়ের ডিভিশন বেঞ্চ বেআইনি বলে রায় দিল দুয়ারে রেশন। হাইকোর্টের এই রায় রাজ্যের জন্য বড়সড় ধাক্কা বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে চালু হয়েছিল দুয়ারে রেশন। ফলে করোনা কালে রেশন আনতে দোকানে যেতে হচ্ছিল না আমজনতাকে। রেশন ডিলাররা সামগ্রী নিয়ে একটি পাড়া বা অঞ্চলের নির্দিষ্ট এলাকায় পৌঁছে যেতেন। সেখান থেকেই বিলি করা হত রেশন৷ সেই প্রকল্পেই এ বার বাধ সাধল হাইকোর্ট৷