রাজ্য পুলিশের বড়সড় সাফল্য। সল্টলেকে দুটি বিলাসবহুল গাড়ি থেকে উদ্ধার কয়েক কোটি টাকার মাদক। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) অভিযান চালিয়ে ওই মাক উদ্ধার করেছে। জানা গেছে, ৩০ হাজারের বেশি ছোট ছোট প্যাকেট পাওয়া গেছে গাড়ি দুটি থেকে। ওই প্যাকেটগুলোতে ঠাসা ছিল বহুমূল্য হেরোইন। সেগুলো শহরেরই নানা জায়গায় পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করছেন তদন্তকারীরা।
বিধাননগরের নাওডাঙায় তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকার মাদক সহ দুই পাচারকারীকে কিছুদিন আগেই গ্রেফতার করে পুলিশ। মোমিন খান ও মেহতাব বিবি নামে ওই দম্পতি ছাগলের খোঁয়াড়ের আড়ালে বহুমূল্য মাদকের কারবার ফেঁদে বসেছিল। লাখ লাখ টাকার হেরোইনের লেনদেন হত সেখান থেকে। হাতেনাতে তাদের গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। ধৃতদের জেরা করে একের পর এক তথ্য উঠে আসছে।
এসটিএফ সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে নওডাঙার ওই সেক্টরেই ফের অভিযান চালানো হয়। সেখানেই দুটি বিলাসবহুল গাড়ির হদিশ মেলে। দুটি গাড়িতেই প্রচুর হেরোইন রাখা ছিল। তন্তকারীরা বলছেন, প্রায় ৫০০ গ্রাম ওজনের একটি ব্যাগে ভর্তি ছিল হেরোইন। আরও হাজার তিরিশেক ছোট ছোট প্যাকেট পাওয়া গেছে দুটি গাড়ি থেকে। সবকটিতেই রয়েছে বহুমূল্য ড্রাগ। সব মিলিয়ে যার বাজারদর হতে পারে কোটি কোটি টাকা।