দেশ লিড নিউজ

ড্রোন–কাঁটাতারে ঘেরাও দিল্লি যেন দুর্গ

কৃষকদের চাক্কা জ্যামের মোকাবিলায় দিল্লি পুলিশের প্রস্তুতি দেখে মনে হচ্ছে বর্গিরা এসেছে দেশে। রাজধানী দিল্লি যেন দুর্গে পরিণত হয়েছে। আকাশে ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। গোটা শহর ঘিরে ফেলা হয়েছে কাঁটা তারের বেড়া দিয়ে। রাস্তার দু’‌ধারে লোহার রড বসিয়ে রাখা হয়েছে। যাতে কাঁটাতারের বেড়া টপকাতে পারলেও যেন তাঁদের শরীর গেঁথে যায় লোহার রডে। রাজধানী দিল্লি যেন কঠিন দুর্গে পরিণত হয়েছে। ২৬ জানুয়ারি রাজধানীতে যে হিংসার বাতাবরণ তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে কড়া নজর রেখেছে প্রশাসন। আর তাই দিল্লির বিভিন্ন সীমান্ত ঘেরাও করা হয়েছে ব্যারিকেড ও কাঁটাতারে।
কৃষকদের চাক্কা জ্যাম কর্মসূচি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত চলবে। যদিও কৃষক সংগঠনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রাজধানী দিল্লি, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের জাতীয় সড়কে কোনওরকম পথ অবরোধ বা চাক্কা জ্যাম কর্মসূচি পালন করবেন না তাঁরা। আগে থেকেই কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলনের বার্তা দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।
লাল কেল্লায় ব্যাপক পুলিশি নিরাপত্তা দেওয়া হয়েছে। কৃষকদের ডাকে ফের অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে দিল্লি পুলিশ। বিক্ষোভের কেন্দ্রস্থলে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। দিল্লির বিভিন্ন জায়গায় পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দ্বিগুণ যোশে আন্দোলনে সামিল হয়েছেন তাঁরা। দেশ জুড়ে এই চাক্কা জ্যামের ডাক। কৃষকদের চাক্কা জ্যামে অশান্তি রুখতে গত এক সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছে দিল্লি পুলিশ। সিঙ্ঘু সীমান্ত–সহ দিল্লি উত্তর প্রদেশ সীমান্তের একাধিক জায়গায় রাস্তার দু’‌ধারে লোহার রড বসিয়ে এক প্রকার পরীক্ষা তৈরি করা হয়েছে। তারপরে কাঁটাতারের বেড়া দিয়ে সীমান্তের মতো পরিস্থিতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ।