কীভাবে এমন বিস্ফোরণ হয়েছে? এই বিস্ফোরণের সঙ্গে জঙ্গিযোগ রয়েছে? জম্মু বিমানবন্দরে পর পর দুটি বিস্ফোরণ এইসব প্রশ্ন তুলে দিয়েছে। ড্রোন ব্যবহার করে আইইডি বিস্ফোরক পোঁতা হয় বলে খবর পাওয়া গিয়েছে। ঘটনায় দুই সন্দেহভাজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এখনও পর্যন্ত গোটা ঘটনায় জখম হয়েছেন দুজন। ঘটনার তদন্তভার নিয়েছে এনআইএ।
জানা গিয়েছে রাত প্রায় ১.৪৫ মিনিট নাগাদ পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটল বিমানবন্দরের টেকনিক্যাল এলাকায়৷ বিস্ফোরণে উড়ে যায় বাড়ির ছাদ। পাঁচ মিনিটের ব্যবধানেই ড্রোন উড়িয়ে আরও একটি বিস্ফোরণ ঘটে। বায়ুসেনার বিমানঘাঁটির কাছেই বিস্ফোরণ হয়েছে। ঘটনাস্থলে বায়ুসেনার উচ্চ–পর্যায়ের তদন্তকারী টিম।ওই অঞ্চলটি নিরাপত্তা বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে৷ আধিকারিক, পুলিশ আর ফরেনসিক বিশেষজ্ঞরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান৷ সরকারের তরফে এখনও কিছু জানানো হয়নি৷ দেশের অন্যান্য বিমানবন্দরের তুলনায় জম্মুর বিমানঘাঁটির নিরাপত্তা বেশি। তা সত্ত্বেও কীভাবে টেকনিক্যাল এলাকায় বিস্ফোরণ ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। আটক দুই সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তাঁরা। ঘটনায় জঙ্গিযোগের সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বম্ব স্কোয়াডের টিমও।
জম্মুতে এমন ঘটনার সঙ্গে সঙ্গেই ভূস্বর্গের নারওয়াল এলাকা থেকে এক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে ৫ কেজি আইইডি বিস্ফোরক পাওয়া গিয়েছে ঘটনা ঘিরে চলছে তদন্ত। প্রাক্তন এক সেনাকর্তার দাবি, বিস্ফোরণে পাকিস্তান যোগ থাকতে পারে। ড্রোনের মাধ্যমে নজরদারি সেনার র্যাডারে ধরা পড়ে না আর সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে জঙ্গিরা। ভারতের উচিত অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
