কিছুতেই কমছে না ড্রোনের উপদ্রব। ফের ড্রোনের গতিবিধি নজরে এল জম্মু–কাস্মীরের সাম্বা জেলায়। তাও আবার একটি নয়, চারটি। ঘটনায় এলাকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে। আসলে স্বাধীনতা দিবসের আগে বড় কোনও নাশকতার পরিকল্পনা করা হয়েছে। যা ১৫ আগস্টকে লক্ষ্য করে করা হবে বলে মনে করছেন গোয়েন্দারা।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সাম্বা জেলার বাড়ি ব্রহ্মানা এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে ড্রোন উড়তে দেখা যায়। রেঞ্জ সীমার বাইরে থাকায় পুলিশকর্মীরা ড্রোন লক্ষ্য করে গুলি না চালালেও ৯২ নম্বর ইনফ্রানট্রি বিগ্রেডের টহল দেওয়া নিরাপত্তাবাহিনীকে খবর দেওয়া হয় এবং সাহায্য চাওয়া হয়। তবে কোনও পদক্ষেপ করার আগেই ড্রোনগুলি পালিয়ে যায়।
২৭ জুন জম্মুর বিমানঘাঁটিতে ড্রোনের মাধ্যমে পরপর দুটি বিস্ফোরণ ঘটানোর পর থেকেই উপত্যকা জুড়ে ড্রোনের দৌরাত্ব্য দেখা দিয়েছে। বিগত একমাসে কমপক্ষে ১৫টি ড্রোনের দেখা মিলেছে। গত মাসেই আখনুরে বিএসএফ গুলি করে একটি হেক্সাকপ্টার ড্রোনকে নামায়। তারমধ্যে পাঁচ কেজি বিস্ফোরকও বাঁধা ছিল। বড় কোনও নাশকতার পরিকল্পনাতেই এই বিস্ফোরক পাঠানো হয়েছিল বলে মনে করা হচ্ছে।
You must be logged in to post a comment.