ব্রেকিং নিউজ রাজ্য

মালিকের উপর রেগে চুরি ৫০ লক্ষ টাকা, ধৃত গাড়িচালক

মালিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ, রাগে তিতিবিরক্ত গাড়িচালক মালিকের ৫০ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে গিয়েছিলেন। গত ৮ অক্টোবর ভবানীপুর থানার এলগিন রোডে এক পোস্টঅফিসের সামনে ৫০ লক্ষ টাকা ছিনতাই হয়েছিল প্রভাসচন্দ্র পতি নামে এক ব্যক্তির। তিনিই ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন তাঁর গাড়ির চালেকর নামে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অলোক দাস নামে ওই ছিনতাইবাজ-চালককে গ্রেফতার করেছে ভবানীপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৪৩ লক্ষ ৫০ হাজার টাকা। বাকি টাকার কী হল সেটা জানতে জিজ্ঞাসাবাদ চলছে ওই গাড়িচালককে।

বৃহস্পতিবার কলকাতা পুলিশের ডিসি সাউথ একটি টুইট করে এই ঘটনার কথা জানিয়েছেন। ডিসি সাউথ জানিয়েছেন, খড়দহের একটি বাড়ি থেকে খড়দহ থানার পুলিশের সাহায্য নিয়ে অলোক দাসকে গ্রেপ্তার করেছে ভবানীপুর থানার পুলিশ। এই অপারেশনে ভবানীপুর থানার এক পুলিশ অফিসারের ভুয়সী প্রশংসা করেছেন তিনি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত গাড়িচালক অলোক দাসের অভিযোগ, তাঁর মালিক প্রভাসচন্দ্র পতি অত্যন্ত খারাপ ব্যবহার করতেন তাঁর সঙ্গে। গাড়ি চালানোর পাশাপাশি চাকরের কাজও করতে হতো। তাঁকে দিয়ে গাড়ি পরিষ্কার করানো, রাতভর নানান কাজ করানো হতো। কিন্তু বেতনও বাড়াতেন না। তাই সুযোগ বুঝে ৫০ লক্ষ টাকা লুট করে চম্পট দেয় সে। আপাতত বাকি টাকা উদ্ধারের চেষ্টায় পুলিশ।