রাজ্য

মদ্যপদের বিরুদ্ধে প্রতিবাদে খুন বৃদ্ধ!‌

মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ। এই সংলাপটাই যেন বাস্তবে দেখা গেল খাস কলকাতার বুকে। খাস কলকাতার গড়ফায় মারধরে মৃত্যু হল প্রতিবাদীর। প্রকাশ্যে মদের আসর বসানোর প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে খুন হতে হল এক প্রতিবাদী বৃদ্ধকে। জখম এক মহিলা–সহ বেশ কয়েকজন। ঘটনার সূত্রপাত পঞ্চমীর দিন। প্রকাশ্যে মদ্যপানের বিরোধিতা করেন ওই এলাকারই কয়েকজন। তখনই বচসা বাধে দু’‌পক্ষের। অভিযোগ, সেদিন গন্ডগোল থেমে গেলেও ষষ্ঠীর দিন প্রতিবাদকারীদের ওপর চড়াও হয় কয়েকজন যুবক।
গড়ফায় প্রতিবাদী আকাশ বাহাদুরের মামাবাড়িতে হামলা চালায় প্রায় ৫০–৬০ জন দুষ্কৃতী। অভিযোগ, তাঁদের বেধড়ক মারধরে মৃত্যু হয় আকাশের দাদু কানাই নস্করের। আকাশ গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখনও পর্যন্ত এই ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, অভিযোগ, গন্ডগোল থামাতে গেলে ৬২ বছরের কানাই নস্করকে মারধর করা হয়। গুরুতর জখম হন বৃদ্ধ। আহত হন আরও কয়েকজন। ওইদিনই কানাই নস্করকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃত্যু হয় তাঁর। এই হামলাকারী যুবকদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় মহিলাদের কটূক্তি করারও অভিযোগ রয়েছে। অভিযোগ, প্রায়ই সেখানে মদ, গাঁজার আসর বসিয়ে ঠেকে পরিণত করে ফেলেছে কয়েকজন সমাজবিরোধী। ওদিন তার প্রতিবাদ করে আকাশ। সেদিন বাদানুবাদ ছাড়া আর কোনও ঘটনা না ঘটলেও সপ্তমীর দিন রাতে গড়ফার ওই বাড়িতে বাঁশ, লাঠি, ইট নিয়ে হামলা চালায় ৫০ থেকে ৬০ জনের একটি দুষ্কৃতীদল।
সেদিন হাতের কাছে আকাশকে পেয়ে তাঁকে বেধড়ক মারধর করে তাঁর মাথা ফাটিয়ে দেয় তারা। নাতিকে বাঁচাতে এগিয়ে আসেন তাঁর মামা এবং দাদু কানাই নস্কর। বৃদ্ধ কানাইবাবুকেও ছাড়েনি ওই দুষ্কৃতীরা। বেপরোয়াভাবে তাঁকে মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় কানাইবাবুকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি অন্যদের খোঁজে তল্লাশি চলছে। এলাকায় উত্তেজনা থাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।