স্বাস্থ্য

Black Tea: শরীরকে সুস্থ রাখতে পান করুন লিকার চা

সকালে ঘুম ভাঙার পর এক কাপ চায়ে চুমুক না দিলে যেন দিন শুরুই হতে চায় না। তবে জানেন কি যে কোনো ধরনের চায়ের তুলনায় লিকার চা খেলে বেশি উপকার পাওয়া যায়। চায়ের মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফাইটোকেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লুরাইডস, ট্যানিন ইত্যাদি। এই সমস্ত কিছু আপনার শরীর ভালো রাখতে খুবই সাহায্য করবে। আসুন জেনে নেওয়া যাক লিকার চায়ের কিছ স্বাস্থ্যগুণ।

চায়ের মূল উপাদান হল ট্যানিন। যা পেটের সমস্যা দূর করতে সাহায্য করে। এমনকি পেট ভালো রাখতে পারে ট্যানিন। তাই পেটের সমস্যা থাকলে লিকার চা পান করতেই পারেন।

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে চায়ে থাকা ভালো পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ইমিউনিটি বাড়িয়ে দিতে পারে। ইমিউনিটি ঠিক থাকলে আপনি অনেক রোগের হাত থেকে রক্ষা পাবেন।

ডায়াবিটিস রোগীরাও খেতে পারেন লিকার চা। এই চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিইনফ্লেমেটরি গুণ সুগার কমাতে কিছুটা হলেও সাহায্য করে। তবে শর্ত একটাই চিনি ছাড়া চা খেতে হবে।

ত্বক ভালো রাখতে পারে লিকার চা। এই চায়ে এমন কিছু উপাদান রয়েছে যা ত্বকের জেল্লা বাড়ায়। এমনকী এই চা খেলে ত্বকের উপর থেকে ব্রণের দাগ দূর হয়ে যায়। এছাড়া লিকার চা শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।