রাজ্য

দেশীয় প্রযুক্তির ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষোপণাস্ত্র বানালো DRDO

ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) দীর্ঘদিন ধরেই সমরাস্ত্র ও প্রতিরক্ষা সাজ সরঞ্জাম নিয়ে গবেষণা করছে। ইতিমধ্যেই এই সংস্থা দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছে বহু ক্ষেপণাস্ত্র। এবার ডিআরডিও তৈরি করে ফেলল অত্যাধুনিক ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষোপণাস্ত্র। যা নিমেষে শত্রুপক্ষের ট্যাঙ্ক ধ্বংস করে দিতে সক্ষম। যা ভারতীয় সেনার অস্ত্রভাণ্ডারকে আরও শক্তিশালী করল বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

 

ডিআরডিও-র তৈরি এই ক্ষেপণাস্ত্রটি খুবই হালকা ও সহজে বহনযোগ্য। তাই যেকোনও জায়গায় এটি বহন করা যাবে। আবার এতে লাগানো ইনফ্রারেড রশ্মির সাহায্যে শত্রুপক্ষের ট্যাঙ্ক সহজেই চিহ্নিত করে চোখের পলকে ধুলিসাৎ করতে পারে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্প্রতি সফলভাবেই সম্পন্ন করেছে ডিআরডিও। যা ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলেও দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। এর আগেও একইরকম দেশীয় প্রযুক্তির আরও একটি ক্ষেপণাস্ত্র সেনার হাতে তুলে দিয়েছিল ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থাটি। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, উত্তরাখণ্ড ও লাদাখ সীমান্তে চিনা সেনার বাড়বাড়ন্ত রুখতে এই হালকা ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র খুবই কার্যকর হবে। যা নিঃসন্দেহে ভারতীয় সেনার মনোবল বৃদ্ধি করবে।