সর্বকনিষ্ট রাষ্ট্রপতি হিসেবে রাইসিনা হিলের দায়িত্ব নিলেন দ্রৌপদী মুর্মু। সংসদের সেন্ট্রাল হলে সোমবার শপথ বাক্যপাঠ করেন তিনি। শপথবাক্য পাঠ করান দেশের প্রধান বিচারপতি এমভি রমানা। শপথগ্রহনের পর প্রাক্তন ও বর্তমান দুইই রাষ্ট্রপতি উপস্থিত বক্তাদের প্রতি বক্তৃতা পেশ করেন। এরপর তাঁরা ফিরে যান রাষ্ট্রপতি ভবনে।
এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য সহ অন্যান্য বিশেষ অতিথিরা। এদিন শপথ নেওয়ার আগে এদিন সকালে রাজঘাটে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন নতুন রাষ্ট্রপতি। বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করেন দ্রৌপদী মুর্মু।
সোমবার সংসদ ভবনে তাঁর শপথ গ্রহন অনুষ্ঠান উপলক্ষে ২১ গান স্যালুটে অভ্যর্থনা জানানো হবে তাঁকে। যদিও এই শপথ গ্রহণ শেষে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি হিসেবে একগুচ্ছ চ্যালেঞ্জ রয়েছে দ্রৌপদী মুর্মুর সামনে। শপথ গ্রহণের পরে দ্রৌপদী মুর্মুকে গার্ড অফ অনার দেয় ভারতীয় সেনার তিন বাহিনী।