ভারতের ১৫ তম রাষ্ট্রপতি হলেন দেশের প্রথম আদিবাসী নারী দ্রৌপদী মুর্মু।
২৪ জুলাই শেষ হবে বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কার্যকালের মেয়াদ। পরের দিন অর্থাৎ ২৫ জুলাই শপথ নেবেন দেশের নতুন রাষ্ট্রপতি। নির্বাচনে দুই রাষ্ট্রপতি প্রার্থী দ্রৌপদী মুর্মু এবং যশবন্ত সিনহার লড়াইয়ে দেশের প্রায় ৪ হাজার ৮০০ জন সংসদ সদস্য ও বিধায়ক ভোট দিয়েছেন।
১৫ তম রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ ভবনের ৬৩ নম্বর কক্ষে ভোট গণনা হয়। প্রথম রাউন্ডের শেষে দেখা যায় দ্রৌপদীর প্রাপ্ত ভোট ৫৪০। অন্যদিকে বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ২০৮ টি ভোট। দ্বিতীয় রাউন্ডের গণনাতেও একই ভাবে আধিপত্য বজায় রাখেন দ্রৌপদীই। ফলে বিরোধী জোটের প্রার্থী যশবন্ত সিনহাকে নির্বাচনে পুরোপুরি হেলায় উড়িয়ে দেন ওড়িশার মেয়ে।
দ্রৌপদীর জয়ে ভারত পেল দেশের ইতিহাসে প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি। এদিকে দ্রৌপদী মুর্মু জয়ী হওয়ার খবরে সাঁওতালি আদিবাসীদের মধ্যে উত্সবের আমেজ শুরু হয়েছে। তারা তাদের ঐতিহ্যবাহী নৃত্য করে রায়রাংপুর শহরে দ্রৌপদী মুর্মুর বাসভবনের বাইরে আনন্দ উদযাপন করে।
নির্বাচনের আগে বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা বলেছিলেন, তিনি নির্বাচিত হলে নিশ্চিত করবেন যে, নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) কার্যকর হবে না।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেন, শুধু আদিবাসী নয়, প্রথম মহিলা আদিবাসী রাষ্ট্রপতি পেয়ে গর্ব অনুভব করতে চলেছেন দেশের প্রত্যেকেই।
রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে প্রথম থেকেই সরগরম ছিল দেশের রাজনীতি। যার ফলাফল ঘোষণা হল আজ।