RG Kar হাসপাতালে চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার ২৪ দিন পর অবশেষে গ্রেফতার RG Kar হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ। টানা ১৫ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের পর দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন তিনি। যদিও একে হিমশৈলের চূড়া হিসেবে দেখছে বিভিন্ন মহল।
এই খবরে পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ ও অপসারণের দাবিতে আন্দোলনরত চিকিৎসক মহলে উল্লাস। তারা একে সুবিচারের প্রথম ধাপ হিসাবে দেখছেন এবং তারাও বিনীত গোয়েলের পদত্যাগের দাবি থেকে সরছেন না বলেও জানান। RG Kar কাণ্ডে মৃতা চিকিৎসকের মা বলেন, “এই গ্রেফতার তাঁদের সুবিচার পাওয়ার আশাকে আরও জাগিয়ে তুলল।”
ডাঃ সন্দীপ ঘোষের গ্রেফতারিতে উচ্ছ্বাস সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই সন্দীপ ঘোষের গ্রেফতারির দাবি তুলেছিলেন। সিবিআই সে পথেই হাঁটল। পাশাপাশি, নিজেদের অবস্থানে অনড় থেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তৃণমূলের একাধিক নেতা যার মধ্যে রয়েছেন সাংসদ সুখেন্দুশেখর রায়। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন সুখেন্দুশেখর রায়। আনন্দ ঝরে পড়েছে চিকিৎসক রাজনীতিক শান্তনু সেনের বক্তব্যেও। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “ঈশ্বর বিচার করলেন। প্রমাণ হলো আমি ভুল বলিনি। সঠিক জায়গায় দুর্নীতির তথ্যগুলো অনেক আগে জানিয়েছিলাম।”