পণের দাবিতে অন্তঃসত্ত্বা বধূকে পিটিয়ে খুন করল শ্বশুর বাড়ির লোকেরা। ঘটনাটি ঘটেছে বসিরহাট পুলিশ জেলার হাড়োয়া থানার শালিপুর গ্রাম পঞ্চায়েতের তালবেড়িয়া গ্রামের। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে হাড়োয়া থানার কুলটি অঞ্চলের মাখলা গ্রামের বাসিন্দা ২১ বছরের সোবানা খাতুনের সঙ্গে শালিপুর অঞ্চলের তালবেড়িয়া গ্রামের বাসিন্দা ২৩ বছরের সান্টু মোল্লার সঙ্গে বিয়ে হয়। গৃহবধূর পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই কারণে-অকারণে অত্যাচার করা হত, মারধোর করা হত এমনকি পণ্যের জন্য জোর করা হত তাকে।
শুক্রবার সকালে বধূর বাপের বাড়িতে খবর যায় তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, তারপর বধূর বাপের বাড়ির লোকজন হাড়োয়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ইতিমধ্যে বাপের বাড়ির লোকজন পিটিয়ে হত্যার অভিযোগ দায়ের করেছেন হাড়োয়া থানায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
বধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে তা তদন্ত করে দেখছে হাড়োয়া থানার পুলিশ। তবে ময়নাতদন্তের পরেই জানা যাবে ওই বধূর মৃত্যু রহস্য।