করোনা সংক্রমনের রিপোর্ট দেশ ব্রেকিং নিউজ

দেশে নিম্নমুখী কোভিড গ্রাফ, চিন্তা বাড়াচ্ছে মৃতের সংখ্যা

বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ । রবিবারের তুলনায় আজ ১০ শতাংশ কমল দৈনিক সংক্রমণ। ধারা বজায় রেখে সোমবারও নিম্নমুখী দেশের দৈনিক সংক্রমণের সংখ্যা। কিন্তু উদ্বেগের কারণ বাড়ছে মৃতের সংখ্যা ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গোটা দেশে গত একদিনে করোনায় সংক্রমিতের সংখ্যা ২ লক্ষ ৯ হাজার ৯১৮ জন । যা আগের দিনের তুলনায় বেশ অনেকটাই কম । গত একদিনে দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫৯ জনের । যা ক্রমশ চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্য দপ্তরের।

স্বাস্থ্য মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১৮ লক্ষ ৩১ হাজার ২৬৮ জন রোগী । যা আগের দিনের থেকে প্রায় ৫০ হাজার কম । এদিন পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৫.৭৭ শতাংশ ।

পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৮৯ লক্ষ ৭৬ হাজার ১২২ জন করোনাকে জয় সুস্থ হয়ে ঘরে ফিরে গিয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা জয় করেছেন ২ লক্ষ ৬২ হাজার ৬২৮ জন রোগী । সব মিলিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যায় স্বস্তি ফিরলেও উদ্বেগ বাড়াচ্ছে করোনায় মৃতের সংখ্যা।

ভারতের সর্বাধিক সংক্রমিত রাজ্যগুলির মধ্যে কেরালায় প্রায় ৫১ হাজার ৫৭০ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে কর্নাটক, সেখানে আক্রান্ত ২৮ হাজারের বেশি, মহারাষ্ট্রে ২২,৪৪৪ জন, তামিলনাড়ুতে ২২,২৩৮ জন আক্রান্ত হয়েছেন।