বিনোদন

লিওনার্দো সুপারহিরো চরিত্র করতে চান না?

অভিনয় দিয়ে হাজারো মানুষের হৃদয় জিতে নিয়েছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। ক্যারিয়ারের প্রায় তিন দশকে নানা ধরনের চরিত্রে তিনি অভিনয় করেছেন। কিন্তু সুপার হিরো চরিত্রে তাকে কখনওই দেখা যায়নি। এক সাক্ষাৎকারে তিনি কারণটা জানালেন।

লিওনার্দো ডিক্যাপ্রিও জানিয়েছিলেন, মনের মতো সুপারহিরো প্রজেক্ট খুঁজে পাননি তিনি। স্যাম রাইমির স্পাইডার-ম্যান ছবির জন্য তাকে প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু সেই চরিত্রে রাজি হননি তিনি। কারণ, তার মনে হয়েছিল, স্পাইডার-ম্যানের পোশাক গায়ে তোলার জন্য তিনি প্রস্তুত নন।

এছাড়াও ব্যাটম্যান ফরেভার সিনেমায় তাকে রবিন চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেয়া হয়েছিল।অদ্ভুত এক অজুহাতে সেই ছবি তিনি ফিরিয়েছিলেন। বলেছিলেন জোল শুমাখারের মতো মেধাবী নির্মাতার ছবিতে কাজ করার যোগ্য নন তিনি।

এরপর তাকে প্রশ্ন করা হয়, সুপারহিরো চরিত্রে কি কখনই দেখা যাবে না তাকে? উত্তরে তিনি বলেন, ‘যেতেও পারে, হয়তো জানেন না। তাদের কাজের মান ভালো হচ্ছে, অনেক জটিল চরিত্রও তৈরি হচ্ছে সিনেমাগুলোতে। এখনও করিনি। তবে করবো না তো বলিনি।’