গোটা দেশের পরিসংখ্যান বলছে তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে।কিছুদিন আগেও যেখানে দৈনিক সংক্রমণ ৭ হাজারের আশেপাশে ছিল, সেখানে শুক্রবার প্রায় ৭ মাস পর প্রথমবার সংক্রমণ ১ লক্ষ পেরিয়ে গেল। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে সাড়ে তিন লাখেরও বেশি। পাশাপাশি বাড়ছে পজিটিভিটি রেট।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া তথ্য বলছে, গত একদিনে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ১৭ হাজার ১০০ জন। পাশাপাশি পটিজিভিটি রেট বেড়ে হয়েছে ৭.৭৪ শতাংশ।মহারাষ্ট্রে আক্রান্ত প্রায় ৩৬ হাজার। মুম্বইয়ে সংক্রমিতের সংখ্যা ২০ হাজারের বেশি।
এর মধ্যেই দেশে ওমিক্রনে মোট আক্রান্তের সংখ্যা ৩০০৭। নতুন করে গত ২৪ ঘন্টায় ওমিক্রণে আক্রান্ত ৩৭৭ জন। আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, সেখানে আক্রান্ত ৮৭৬ জন। দিল্লিতে আক্রান্ত ৪৬৫ জন। কর্ণাটকে ৩৩৩, রাজস্থানে ২৯১, কেরালায় ২৮৪, গুজরাট ২০৪ জন আক্রান্ত। পশ্চিমবঙ্গে নতুন করে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন আরো ৭জন। পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭। এখনো পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন ১১৯৯ জন।
পরিসংখ্যান বলছে, গত একদিনে মৃত্যু হয়েছে ৩০২ জনের। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ ৮৩ হাজার ১৭৮ জন। দেশে বর্তমানে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৭১ হাজার ৩৬৩ জন। সুস্থ হয়েছেন ৩ কোটি ৪৩ লক্ষ ৭১ হাজার ৮৪৫ জন ।
করোনার তৃতীয় ঢেউ এবং নতুন প্রজাতি ওমিক্রনের দাপটে দিশেহারা সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যমহল। এই পরিস্থিতিতে সংক্রমণ আটকাতে বাংলায় চালু হয়েছে কড়া বিধিনিষেধ। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত করোনাবিধি মেনে চলতে হবে রাজ্যবাসীকে।