রাজ্য

‘আমার কাছ থেকে কিছু লুকোবেন না’ : মমতা

তিনদিনের সফরে গোয়ায় গিয়েছেন মুখ্যমন্ত্রী। গোয়া সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সোমবার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী এনসিপি বিধায়ক আলেমাও চার্চিল। তৃণমূলে তাঁর এটা দ্বিতীয় ইনিংস। গোয়ায় মদন মিত্রর-র উপস্থিতিতে ২০১৪ সালে প্রথম তৃণমূলে যোগ দেন আলেমাও চার্চিল। এরপর দক্ষিণ গোয়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রতীকে ভোটে লড়েন তিনি। এরপর তৃণমূল ছেড়ে দিয়েছিলেন তিনি।

আজ গোয়ার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “ ভরসা থাকলে পিছনে হাঁটবেন না। আমরা ভোট ভাগাভাগি করতে আসিনি। আমরা একজোট হয়ে কাজ করতে চাই। বিজেপির বিকল্প তৃণমূল কংগ্রেস এবং তাদের জোট। আমরা একসঙ্গে লড়াই করব। নারীশক্তির প্রসার ঘটাতে চাই। মহিলারা আমাদের লক্ষ্মী সরস্বতী। গোয়ায় জিতলে প্ল্যানিং করে দেব। বাংলায় যেমন প্ল্যানিং করে দিয়েছি। বাংলা এখন দেশের মধ্যে এক নম্বরে উঠে এসেছে।’’

বৈঠকে মুখ্যমন্ত্রী আরো বলেন, “আমি গোয়ায় এর আগেও এসেছি। আজ আবারও এলাম। আমি আপনাদের ভাষা বুঝি। তাই আপনারা আমার কাছ থেকে কিছু লুকোবেন না।”

সম্প্রতি, এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোয়ায় সেই এনসিপির একমাত্র বিধায়ক আলেমাও চার্চিলকে দলে টানল তৃণমূল। তাঁকে তৃণমূল বিধায়ক হিসাবে বিবেচনা করার জন্য আবেদন জানিয়ে, বিধানসভার অধ্যক্ষকে চিঠি দিয়েছেন তিনি।