করোনা সংক্রমনের রিপোর্ট ব্রেকিং নিউজ

স্বস্তি দিচ্ছে না করোনা, ফের ঊর্ধ্বমুখী গ্রাফ

করোনার কাটা কিছুতেই যাচ্ছে না বাংলা থেকে। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৮৬০ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ লক্ষ ৭ হাজার ৫১৬ জন। বেড়েছে মৃত্যুর হার। রাজ্যে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে এখনও পর্যন্ত ১৯ হাজার ৩৫৫ জন করোনায় প্রাণ হারিয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২৫ জন। মোট সুস্থতার সংখ্যা ১৫ লক্ষ ৮০ হাজার ৮৯। বর্তমানে রাজ্যে এখন করোনা অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ হাজার ৭২। সংক্রমণে এখনও শীর্ষে কলকাতা। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা এবং এরপর রয়েছে হাওড়া।

পাশাপাশি, গোটা দেশের করোনা-গ্রাফও ফের ঊর্ধ্বমুখী। বেড়েছে দৈনিক সংক্রমণ এবং দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৯১৯ জন। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭০ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৪ হাজার ৬২৩ জনের। গোটা দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৪ লক্ষ ৭৮ হাজার ৫১৭।