বিনোদন

“রাম মন্দিরের জন্য অনুদান দিন” – অক্ষয়

অক্ষয় রাম মন্দিরের জন্য চাঁদা সংগ্রহে এবার উদ্যোগী হয়েছেন। ”রাম মন্দিরের জন্য অনুদান দিন, অযোধ্যায় ঐতিহাসিক রাম মন্দির বানাতে সাহায্য করুন।” অক্ষয় কুমারকে এমন অনুরোধ করতে শোনা গেল। নিজের ইনস্টাগ্রাম পোস্টে তিনি রামায়ণের গল্প শুনিয়ে সকলকে উৎসাহিত করার চেষ্টা করলেন।

অক্ষয় নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে অক্ষয়কে বলতে শোনা গেল ”গতকাল রাতেই আমি আমার মেয়েকে একটা গল্প বলছিলাম। আপনারাও কি সেই গল্প শুনবেন?” যেখানে কাঠবিড়ালির গল্প বলতে শোনা গেল তাকে। তিনি বলেন, রাম সেতু বানাতে ছোট্ট কাঠবিড়ালিরও অবদান ছিল। যে সেতু দিয়ে শ্রীরাম লঙ্কায় পৌঁছেছিলেন। এই কাঠবিড়লির গল্পই সকলকে রামসেতুর জন্য অনুদান দিতে উৎসাহিত করবে। অক্ষয় বলেন, ”অযোধ্যায় রাম মন্দির তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। আমাদের মধ্যে থেকেই কেউ বানর, কেউ কাঠবিড়ালি হয়ে নিজেদের মত করে এই ঐতিহাসিক রামমন্দির বানানোর কাজে যোগ দিন। আমি যোগ দিয়েছি, আমার বিশ্বাস আপনারাও আমার সঙ্গে যোগ দেবেন।”