আন্তর্জাতিক

ট্রাম্পের চিঠি বিডেনকে, বিচ্ছেদের পথে মোলানিয়া

প্রেসিডেন্ট হিসেবে নিজের শেষ ভাষণেও ডোনাল্ড ট্রাম্প তাঁর উত্তরসূরী জো বিডেনের নাম উল্লেখ করেননি। কিন্তু তিনি জো বিডেনের জন্য একটি চিঠি লিখে রেখে গিয়েছেন! তাঁর জন্য একটি দারুণ চিঠি লিখে গিয়েছেন। অন্যদিকে বিমান থেকে স্ত্রীর হাত ধরেই নেমেছিলেন। এরপর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ফটোগ্রাফারদের ছবি তোলার জন্য পোজও দিচ্ছিলেন সদ্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু স্ত্রী মেলানিয়া একবারের জন্যও স্বামীর পাশে দাঁড়ালেন না। হেঁটে চলে গেলেন। মার্কিন প্রেসিডেন্ট পদে জো বিডেনের শপথগ্রহণের পরদিনই সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর তাতেই ট্রাম্প এবং মেলানিয়ার বিচ্ছেদের গুঞ্জন আরও তীব্র হয়েছে।
হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়ার সময়ে নতুন প্রেসিডেন্ট জো বিডেনের জন্য মানবিক একটি চিঠি রেখে গিয়েছেন ট্রাম্প। সেই চিঠি নতুন প্রেসিডেন্টের ভাল লেগেছে। দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের ওভাল অফিসে তাঁর প্রথম সাংবাদিক সম্মেলনে এই কথা জানান আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট জো বিডেন। হোয়াইট হাউস ছেড়ে চলে যাওয়ার আগে পরবর্তী প্রেসিডেন্টের জন্য পূর্বতন প্রেসিডেন্টের এই চিঠি লিখে রেখে যাওয়ার প্রথা সেই জর্জ ওয়াশিংটনের আমল থেকেই চালু রয়েছে।
তবে বিডেন–হ্যারিসের শপথগ্রহণ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন ট্রাম্প। সেসময় তিনি স্ত্রীকে নিয়ে ফ্লোরিডা উড়ে যান। কিন্তু বিমান থেকে নামার সময় ঘটনাটি ঘটে। ট্রাম্প ফটো তোলার জন্য দাঁড়ালেও মেলানিয়া এগিয়ে চলে যান। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি রীতিমতো ভাইরাল হয়েছে। প্রত্যেকেই ডিভোর্স প্রসঙ্গটি তুলে ধরেছেন। অনেকেই আবার মজা করেছেন। নেটিজেনরা কেউ লিখেছেন, মেলানিয়ার ধৈর্য্য হারিয়ে গিয়েছে। ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ছবি তোলাও বন্ধ করে দিয়েছেন।