আন্তর্জাতিক লিড নিউজ

নির্বাচনী জনসভায় গুলিবিদ্ধ ডোনাল্ড ট্রাম্প!

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনের রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা আততায়ী হামলা। আহত হলেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন ট্রাম্প। পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে।

তবে এই ঘটনায় এক ট্রাম্প সমর্থকের মৃত্যু হয়েছে। গুলিতে আরও দুই সমর্থক মারাত্মকভাবে আহত হয়েছেন। তাদের অবস্থা আশংকাজনক। অন্যদিকে পুলিশের গুলিতে সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।

মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, ট্রাম্পকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়। তবে হামলাকারীর পরিচয় জানা যায়নি।

সূত্রের খবর, শনিবার রাতে পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন ওই হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিল। সেখান থেকে সে ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। হামলার পরপরই ট্রাম্প মাটিতে পড়ে যান। এসময় ট্রাম্পের মুখে রক্ত দেখা যায়। আপাতত রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন। তাঁর চিকিৎসা চলছে।

ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন ট্রাম্পের ওপর হামলার নিন্দা করেন। এক বিবৃতিতে তিনি বলেন, পেনসিলভানিয়ার এই সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।