ভোটে জিততে নতুন ফন্দি আঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার প্রায় ২০ লক্ষ অনাবাসী ভারতীয়দের মন পেতে নরেন্দ্র মোদীকে হাতিয়ার করলেন ট্রাম্প। প্রথম নির্বাচনী প্রচার ভিডিও’তে তিনি রাখলেন আহমেদাবাদে নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে ট্রাম্পের বক্তৃতা ও হিউস্টনে হাউডি মোদীতে নরেন্দ্র মোদীর বক্তৃতার অংশ। এখন এই পথকেই বিকল্প ভাবা হচ্ছে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে ভারতে এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প। ভারতে তাঁকে যেভাবে আপ্যায়ন করা হল, ভোটের প্রচারে সেটাকেই ক্যাশ করবেন ট্রাম্প বলে মনে করা হয়েছিল। বাস্তবে হলও তাই। নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন। সেটাকে কাজে লাগাতেই এই ভিডিও দুটি নিয়ে মাঠে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচার দেখাশোনা করছেন তাঁর ছেলে জুনিয়র ট্রাম্প। সেই জুনিয়র ট্রাম্পই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন Four More Years নামে ওই প্রচার ভিডিও। কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওটি দেখেছেন প্রায় ৬৬,০০০ মানুষ। ১০৭ সেকেন্ডের ভিডিও–তেই মোদী ও ট্রাম্পের ওই দুই অনুষ্ঠানের নানা কোলাজ যুক্ত করা হয়েছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের মধ্যে ব্যাপক জনপ্রিয় নরেন্দ্র মোদী। ২০১৫ সালে ম্যাডিসন স্কোয়ার ও ২০১৯ সালে সিলিকন ভ্যালিতে তাঁর অনুষ্ঠানে মানুষের উন্মাদনা সেই সাক্ষ্য বহন করে। হিউস্টনে তাঁর হাউডি মোদী অনুষ্ঠানে জড়ো হয়েছিলেন ৫০,০০০ ভারতীয়। সেই জনপ্রিয়তাকেই এক ভোট বাক্সে কাজে লাগাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, আমেরিকা ভারতকে ভালোবাসে। আমেরিকার মানুষ ভারতীয়দের অবদান ও বিশ্বাসযোগ্যাতার কাছে ঋণী থাকবে। ভারতীয়রা সত্যিই ভাল মানুষ। এখন এই ভিডিও’কেই তুরুপের তাস করছেন ট্রাম্প।
ডেমোক্র্যাটরা অবশ্য ট্রাম্পের অভিবাসন নীতিকেই হাতিয়ার করে ময়দানে নেমেছেন। তাঁদের দাবি, ট্রাম্পের একগুঁয়ে অভিবাসন নীতির জন্য কাজ হারাচ্ছেন ভারতীয়রা। তাই মোদীকে সামনে রেখে নির্বাচনে ভোটারদের মন জয়ের চেষ্টা। আর প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তুলোধনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পকে। তিনি সরাসরি দাবি করেছেন, তাঁর উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য একেবারেই অযোগ্য। আমেরিকার গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে গেলে জো বিডেনের জয় নিশ্চিত করা খুব প্রয়োজন।
