The worst case of coronavirus is in America. The whole world understands that the mask is infallible to stop this deadly virus. In this situation, US President Donald Trump has not yet agreed to wear a mask. US President Donald Trump left the N-95 mask factory shortly after the mask.
আন্তর্জাতিক

মাস্ক ছাড়া সফর ডোনাল্ড ট্রাম্পের!‌

করোনা সংক্রমণে সবচেয়ে ভয়াবহ অবস্থা আমেরিকার। এই মারণ ভাইরাস ঠেকাতে মাস্কই যে অব্যর্থ তা বুঝেছে গোটা বিশ্ব। এই ব্যাপারে ভারতই পথ দেখিয়েছে। ভারতের দেখে বিশ্বের বিভিন্ন দেশ এখন মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। এই পরিস্থিতিতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও মাস্ক পরতে রাজি নয়। ফলে যে কোনও সময় তিনি করোনা সংক্রমণে আক্রান্ত হতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক না পরেই চলে গেলেন এন–৯৫ মাস্ক তৈরির কারখানায়। তিনি যখন সেখানে পৌঁছন তখন সেখানে শ্রমিক ভর্তি। ফলে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন। আবার তাঁর মধ্যে যদি এই ভাইরাস থাকে তাহলে তা ছড়িয়ে পড়বে শ্রমিকদের মধ্যে। এমন পরিস্থিতি তৈরি হওয়ায় আতঙ্কের বাতাবরণ দেখা দিয়েছে সেখানে। আমেরিকায় প্রায় ৭০ হাজার মানুষের প্রাণ গিয়েছে এই ব্যাধিতে। গত ২৪ ঘণ্টায় ২,৩৩৩ জনের মৃত্যু হয়েছে আমেরিকায়। কিন্তু ট্রাম্পের এই মাস্কহীন কারখানা সফর বিতর্ক তৈরি করেছে।
মঙ্গলবার ফিনিক্সের হানিওয়েল কারখানায় পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারখানা পরিদর্শনের সময় প্রেসিডেন্টের মুখে মাস্ক ছিল না। মার্কিন আধিকারিকরাও কেউ মাস্ক পরেননি। তবে সেফটি গ্লাস পরেছিলেন সকলেই। করোনা যেভাবে সংক্রমণ ছড়ায় তা রুখতে শুধু সেফটি গ্লাস যে যথেষ্ট নয়। প্রেসিডেন্টের সফরের সময় কারখানার সমস্ত কর্মীর মুখে মাস্ক ছিল। কারখানার বিভিন্ন কাট-আউটে লেখাও ছিল মাস্ক ছাড়া এই এলাকায় প্রবেশ করা যাবে না।