আন্তর্জাতিক

রেকর্ড মিথ্যা বলেছেন ট্রাম্প!

নির্বাচনে ভরাডুবি থেকে ইমপিচমেন্টের খাঁড়া। সময়টা মোটেও ভাল যায়নি ডোনাল্ড ট্রাম্পের। এবার তাঁর অস্বস্তি আরও বাড়িয়ে এক রিপোর্টে বলা হয়েছে প্রেসিডেন্ট পদে থাকাকালীন চার বছরে ৩০ হাজার ৫৭৩ বার মিথ্যা দাবি করেছেন তিনি। অর্থাৎ তিনি মিথ্যে কথা বলেছেন। এমনই এক রিপোর্ট সামনে আসায় জোর চর্চা শুরু হয়েছে।
এই বেনজির পরিসংখ্যান তুলে ধরেছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’। সেখানে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালের ২০ জানুয়ারি থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি সকালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়া পর্যন্ত তিনি প্রকাশ্যে ৩০ হাজার ৫৭৩ বার মিথ্যে দাবি করেছেন। বিগত ১০ বছর ধরে রাজনীতিবিদদের দাবির সত্যাসত্য যাচাই করে দেখছে মার্কিন সংবাদমাধ্যমটির একটি ‘ফ্যাক্ট চেকিং টিম’। তবে ট্রাম্প মসনদে বসার পর বিষয়টি ক্রমে জটিল হয়ে ওঠে। কারণ, প্রেসিডেন্ট হিসেবে লাগাতার নানা মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে যান তিনি। তারপর থেকেই সুনির্দিষ্ট পদ্ধতি মেনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ‘মিথ্যা’র খতিয়ান রাখা শুরু হয়।
‘দ্য ওয়াশিংটন পোস্ট’–এর প্রতিবেদনে বলা হয়েছে, জনসভা এবং নিজের টুইটার হ্যান্ডেলেই সবচেয়ে বেশি মিথ্যা দাবি করেছেন ট্রাম্প। অভিবাসীদের দল সীমান্তে পেরিয়ে আমেরিকায় ঢুকতে ধেয়ে আসছেন বলে দাবি করে ‘হাউস অব রিপ্রেজেন্টেটিভস’–কেও বিভ্রান্ত করেন তিনি। ২০১৯ সালে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে এবং তিনি জো বিডেনের বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। ওই বিষয়ে ৪ মাসে প্রায় ১ হাজার মিথ্যে কথা বলেন ট্রাম্প। সব মিলিয়ে একের পর এক মিথ্যা দাবি করে জনগণকে বিভ্রান্ত করেছেন তিনি বলেই দাবি করা হয়েছে রিপোর্টে।