আন্তর্জাতিক

জনসমক্ষে মাস্ক খুলে ফেললেন ট্রাম্প

নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ে স্বাস্থ্য নিয়ে ধোঁয়াশা তৈরি করলেন তিনি। তবে করোনা সংক্রমণ তাঁকে দমাতে পারেনি। সমর্থকদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার আগে মাস্কও খুলে ফেলতে দেখা যায় তাঁকে। করোনা আক্রান্ত হওয়ার ৯দিন পর এটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার জনসমক্ষে আসা। এই ঘটনা নিয়ে এখন আমেরিকা জুড়ে চর্চা তুঙ্গে উঠেছে।
তবে মাত্র ১৮ মিনিটেই থেমে যান ট্রাম্প। হোয়াইট হাউসও জানিয়ে রেখেছিল, এটা কোনও নির্বাচনী প্রচার নয়। তবে তার মধ্যেই কখনও রিপাবলিক সমর্থকদের ভোট দিতে উৎসাহ দিয়েছেন ট্রাম্প। আবার সমালোচনা করেছেন ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থীরও। ডোনাল্ড ট্রাম্প এদিন বলেন, ‘‌আমার খুব ভাল লাগছে। আগামী নির্বাচন আমাদের দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা ঘর থেকে বেরোন এবং ভোট দিন।’‌
এদিন দুপুরে সেখানেই জড়ো হয়েছিলেন রিপাবলিক সমর্থকরা। বেশিরভাগেরই গায়ে হালকা নীল টি–শার্ট আর মাথায় ‘মেক আমেরিকা গ্রেট এগেন’ স্লোগান লেখা টুপি। এই মঞ্চেই হাসিমুখে ‘নির্বাচনী প্রচার’ সারলেন সদ্য হাসপাতাল থেকে ছাড়া পাওয়া ট্রাম্প। ট্রাম্পের উপসর্গ কোন পর্যায়ে ছিল তা হোয়াইট হাউসের তরফে জানানো হয়নি। আর তা নিয়েই ধোঁয়াশা। তারা শুধু বলছেন, প্রেসিডেন্ট সুস্থ।
উল্লেখ্য, গত সপ্তাহেই করোনা ধরা পড়েছিল মার্কিন প্রেসিডেন্টের। আক্রান্ত হন তাঁর স্ত্রী মেলানিয়াও। চিকিৎসার জন্য ট্রাম্প ভর্তি হয়েছিলেন মিলিটারি হাসপাতালে। হোয়াইট হাউসের চিকিৎসক ঘোষণা করেন, প্রেসিডেন্টের থেকে আর রোগ ছড়ানোর ঝুঁকি নেই।