নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটল আমেরিকায়। উত্তাল হয়ে উঠল ওয়াশিংটন ডিসি। আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলা চালালেন ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৪। গুলি, কাঁদানে গ্যাস, বোমার শব্দে কেঁপে উঠল মার্কিন গণতন্ত্রের পীঠস্থান।
কয়েক হাজার সমর্থক ট্রাম্পের সমর্থনে স্লোগান তুলে ক্যাপিটল বিল্ডিংয়ে জোর করে ঢুকে পড়ার চেষ্টা করেন। মুহূর্তেই রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাপিটল বিল্ডিং চত্বর। বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় পুলিশের।
বিক্ষোভকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করায় গুলি চালায় পুলিশ। গুলিতে এক বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। ঘটনার জেরে ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট ব্লক করেছে টুইটার। ঘটনায় ঘুরিয়ে ট্রাম্পের উসকানির দিকেই আঙুল তুলছে জো বিডেন শিবির।
পুলিশ সূত্রে খবর, ক্যাপিটল বিল্ডিংয়ে হাউস অব রিপ্রেসেন্টেটিভ ও সেনেটের বৈঠক চলছিল আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের চূড়ান্ত সিলমোহরের বিষয়টি নিয়ে। তখনই কয়েক হাজার ট্রাম্প–সমর্থক ক্যাপিটল বিল্ডিং ঘিরে ফেলেন। জোর করে ঢুকে পড়ার চেষ্টা করেন। এই ঘটনার পরই গোটা ক্যাপিটল বিল্ডিং চত্বর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। বুধবারই ট্রাম্প জনসভা করে হুমকি দিয়েছিলেন, আমরা পিছু হটব না। চুরি করে ছিনিয়ে নেওয়া আসন ফিরিয়ে নেব। তারপরই ক্যাপিটল বিল্ডিংয়ে হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ট্রাম্প অভিযোগ তুলে আসছেন ভোট জোচ্চুরি হয়েছে। এই ফলাফলকে তিনি কিছুতেই মানবেন না। এই নিয়ে বেশ কয়েকটি স্টেটসে মামলাও করেন ট্রাম্প। কিন্তু সব জায়গাতেই মুখ পুড়েছে তাঁর। গত ৩ নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন হয়। জো বিডেন পেয়েছেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট, সেখানে ট্রাম্পের ঝুলিতে গিয়েছে ২৩২টি।