বুধবারই হোয়াইট হাউসে প্রবেশ করতে চলেছেন জো বিডেন। সোমবার ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন, ইউরোপের অধিকাংশ দেশ ও ব্রাজিলের উপর কোভিড–১৯–এর কারণে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তা তুলে নেওয়া হবে। এবার টিম বিডেন জানিয়ে দিল ভ্রমণ নিষেধাজ্ঞা এখনই উঠছে না।
ট্রাম্পের দাবি অনুযায়ী, ২৬ জানুয়ারি থেকে ওই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা। কিন্তু বিডেনের প্রেস সচিব জেন সাকি টুইট করে জানিয়ে দিয়েছেন, মেডিক্যাল টিমের পরামর্শ মেনে এখনই নিষেধাজ্ঞা তুলবে না প্রশাসন। উলটে তাঁর আরও দাবি, কোভিড–১৯ সংক্রমণ ছড়িয়ে পড়া আটকাতে বিদেশে ভ্রমণের ক্ষেত্রে জনস্বাস্থ্য বিধি আরও কড়া করার কথা ভাবা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প ইউরোপ ও ব্রাজিলের উপর থেকে নিষেধাজ্ঞা তোলার কথা বললেও জানিয়ে দিয়েছিলেন, চিন–ইরানের উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তোলা হবে না। তাঁর মতে, মার্কিনদের কোভিড–১৯ সংক্রমণ থেকে রক্ষা করার এটাই সেরা উপায়। কিন্তু তাঁর সেই বিবৃতিকে কার্যত খারিজ করে দিলেন বিডেন।
উল্লেখ্য, আমেরিকায় মোট কোভিড সংক্রমণ আড়াই কোটি ছুঁইছুঁই। দৈনিক সংক্রমণ ১ লক্ষেরও বেশি। তার সঙ্গে রয়েছে নতুন প্রজাতির দাপট। এই পরিস্থিতিতে আগেই আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সতর্কতা জারি করে জানিয়েছিল, আমেরিকায় নামার পরে সমস্ত বিমানযাত্রীকে করোনা নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে।
