এ যেন বিনা মেঘে বজ্রপাত। প্রথমে রীতি ভাঙলেন। তারপর আমেরিকার প্রধান প্রশাসনিক ভবন হোয়াইট হাউসে একটি রাজনৈতিক দলের জাতীয় কনভেনশন করলেন। আবার মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য রিপাবলিকানরা তাঁকে দ্বিতীয়বার প্রার্থী মনোনীত করার পর ধন্যবাদসূচক বক্তৃতায় নিজের সাফল্যে–গাঁথা শোনালেন ডোনাল্ড ট্রাম্প।
জানা গিয়েছে, ৭০ মিনিটের সেই ভাষণে তাঁর দাবি, আফ্রো–আমেরিকানদের জন্য তিনি প্রচুর করেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছাড়া আর কেউ তেমন করেননি। আবার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বিডেনের উদ্দেশ্যে তোপ, বিডেন ক্ষমতায় এলে আমেরিকান স্বপ্ন ধ্বংস করবেন।
মার্কিন প্রেসিডেন্টের আরও দাবি, এই বছরের শেষেই নিরাপদ প্রতিষেধক বের করে করোনাভাইরাস নিকেশ করবেন। আসলে তাঁর আসন এখন টলোমলো বুঝতে পেরেই এইসব কথা বলেছেন বলে মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা।
ডোনাল্ড ট্রাম্পের সংযোজন, ডেমোক্র্যাটদের কনভেনশনে বিডেন আমেরিকাকে বর্ণবৈষম্য, আর্থিক বৈষম্য এবং সামাজিক বৈষম্যের দেশ বলেছেন। কিন্তু ওরা নিজেরাই যখন দেশটাকে ভাঙছেন তখন কোন যুক্তিতে তার শাসনের দায়িত্ব চান?