আন্তর্জাতিক

ডোনাল্ড ট্রাম্পের নয়া রাজনৈতিক দল!‌

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন জো বিডেন। প্রথম মহিলা হিসেব উপ–রাষ্ট্রপতি পদে শপথ নিলেন ভারতীয় বংশোম্ভুত কমলা হ্যারিস। যথারীতি শপথগ্রহণ অনুষ্ঠানে গরহাজির থাকলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী ভরাডুবির পর আপাতত হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বেগতিক হলেও ফের ‘সাদা বাড়ি’ দখল করতে নয়া রাজনৈতিক দল গড়তে চলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলে দাবি করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।
মার্কিন মুলুকে এবার রাষ্ট্রপতি নির্বাচনে রেকর্ড ভোটে জিতেছেন জো বিডেন। প্রথম মহিলা হিসেবে উপ রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন কমলা হ্যারিসও। কিন্তু প্রথমে পরাজয় স্বীকার করতে রাজিই ছিলেন না সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতা হস্তান্তর নিয়ে টানাপোড়েন চলে শেষ মুহূর্ত পর্যন্ত। এমনকী, আমেরিকার প্রশাসনিক সদর দপ্তর ক্যাপিটল হিলে হামলা চালাতেও পিছুপা হননি ট্রাম্পের সমর্থকরা। পরবর্তীকালে কংগ্রেস অনুমোদন দেওয়ায় হার স্বীকার করতে কার্যত বাধ্য হন ট্রাম্প।
এক প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, নিজের রাজনৈতিক দলের নাম ‘প্যাট্রিয়টিক পার্টি’ রাখতে পারেন ট্রাম্প। ১৯ জানুয়ারি হোয়াইট হাউস থেকে ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের কয়েক ঘণ্টা আগেই এই প্রতিবেদনটি প্রকাশিত হয়। সেখানে বলা হয়েছে, ট্রাম্প নতুন রাজনৈতিক দল গঠনের চিন্তাভাবনা নিয়ে তার ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করেছেন। জাতির উদ্দেশ্যে দেওয়া বিদায়ী ভাষণে তিনি বলেন, ‘‌আমাদের আন্দোলন সবে শুরু হয়েছে। রাজনীতির ময়দান থেকে আমরা কোনওভাবেই হারিয়ে যাব না। যে আন্দোলন চালু হয়েছে তা কেবল শুরু।’‌
ওয়াশিংটনের স্থানীয় সময় তখন সকাল ১০টা। প্রথামাফিক ক্যাপিটল হিলের ওয়েস্ট ফ্রন্টের সামনে ৪৬ তম রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান মার্কিন মুলুকের প্রধান বিচারপতি জন রবার্টস। আর উপ–রাষ্ট্রপতি কমলা হ্য়ারিসকে সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সোটোমায়োর। করোনা পরিস্থিতির কারণে শপথগ্রহণের পর এবার কোনও পার্টিতে যোগ দেবেন না মার্কিন মুলুকের নয়া রাষ্ট্রপতি।