তাঁর নাম মার্কিন যুক্তরাষ্ট্রের ‘প্রাক্তন’ প্রেসিডেন্টদের তালিকায় চলে গিয়েছে। অথচ এখনও ২০২০ প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির দাবিতে অনড় ডোনাল্ড ট্রাম্প। গত রবিবার কনজারভেটিভ পার্টির জমায়েতেও সেই এক দাবি তুললেন প্রাক্তন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট জো বিডেনের সমালোচনা করলেন। আর ফের ইঙ্গিত দিলেন, ২০২৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে পারেন তিনি।
ফ্লোরিডার অরল্যান্ডোয় কনজার্ভেটিভ পলিটিকাল অ্যাকশন কনফারেন্সে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘আমরা কংগ্রেসের নিম্নকক্ষ ফের পুনর্দখল করব। সেনেটও আমাদের দখলে চলে আসবে। তারপরে ২০২৪ সালে একজন রিপাবলিকান প্রেসিডেন্টের হোয়াইট হাউসে বিজয়ী প্রত্যাবর্তন হবে। কে হতে পারে সেই প্রেসিডেন্ট? ভাবছি আমি।’
ডোনাল্ড ট্রাম্প নিয়ে রিপাবলিকান পার্টিতে ফাটল দেখা দিলেও প্রাক্তন প্রেসিডেন্ট বলে দিয়েছেন, তৃতীয় দল গড়ার পরিকল্পনা নেই তাঁর। হোয়াইট হাউস ছাড়ার সময় যদিও তিনি তেমন ইঙ্গিত দিয়েছিলেন। আর বিডেন? উত্তরসূরির সীমান্ত নীতি নিয়ে ট্রাম্পের কটাক্ষ, হোয়াইট হাউস ওদের হাত থেকে বেরিয়ে গিয়েছে। ট্রাম্প এটাও বলেছেন, কে জানে, ওদের তৃতীয়বার হারানোর সিদ্ধান্ত নিতেই পারি।
উল্লেখ্য, গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকে লাগাতার ডেমোক্র্যাট শিবিরকে আক্রমণ করে গিয়েছেন রিপাবলিকান ট্রাম্প। জালিয়াতি করে তাঁকে হারানো হয়েছে বলে অভিযোগ তুলেছেন। এমনকী অশান্তি সৃষ্টির জন্য নিজের সমর্থকদের উসকানিও দিয়েছেন বলে বিরোধীদের দাবি। তবে ক্যাপিটল হিলের ঘটনার পর দ্বিতীয়বার ইমপিচমেন্টের মুখোমুখি হওয়ার কিছুটা থমকে গিয়েছিলেন তিনি।