ডোনাল্ড ট্রাম্প ‘জঙ্গি ও খুনি’। তাঁর বিদায়ে আমরা আনন্দিত। এভাবেই কার্যত ট্রাম্পকে কটাক্ষ করলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি। সেই সঙ্গে জানিয়ে দিলেন, বিডেনের আগমনে তাঁরা বিরাট উৎফুল্ল নন। কিন্তু ট্রাম্পের বিদায়ধ্বনি বেজে যাওয়ায় দারুণ খুশি।
বুধবার একটি ক্যাবিনেট বৈঠকে এভাবেই দ্ব্যর্থহীন ভাষায় তিনি আক্রমণ করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকে। তাঁর কথায়, ‘ঈশ্বরকে ধন্যবাদ। ওঁর মেয়াদের শেষ হয়েছে। ট্রাম্প যাচ্ছেন, এই কারণেই আমাদের এই আনন্দ।’ এদিন তাঁর বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে ‘অত্যাচারী’, ‘সবচেয়ে বেশি আইনবিহীন প্রেসিডেন্ট’, ‘জঙ্গি ও খুনি’ শব্দ ব্যবহার করতে দেখা গিয়েছে রৌহানিকে।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার মসনদে থাকাকালীন সত্যিই ইরানের সঙ্গে সম্পর্ক অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে ওয়াশিংটনের। গত চার বছরের উত্তেজনাপূর্ণ সময় পেরিয়ে এবার নতুন শুরুর কথা ভাবছে আমেরিকাও। সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জো বিডেন ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন, তিনি চান ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটাতে।
ইরান যাতে কোভিড ভ্যাকসিন কিনতে না পারে সেব্যাপারেও ট্রাম্প নাকি চক্রান্ত করেন। আজ হাসান রৌহানি এমন অভিযোগও এনেছেন। এই সমস্ত কারণেই বিডেনের জয় নিশ্চিত হওয়ার পর থেকে আমেরিকার সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের স্বপ্ন দেখছে ইরান।
