নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আর তার আগেই চাঞ্চল্যকর খবর সামনে চলে এল। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠল। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট বলছে, মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে আসার পর প্রথম দু’বছর, অর্থাৎ ২০১৬ এবং ২০১৭ সালে মাত্র ৭৫০ ডলার (ভারতীয় মুদ্রায় ৫৫ হাজার টাকার কিছু বেশি) আয়কর দিয়েছেন তিনি! যেখানে ভারতে তাঁর সংস্থা ২০১৭ সালে কর দিয়েছে ১,৪৫,৪০০ ডলার (১ কোটি টাকারও বেশি)। অবাক লাগলেও মোদীর বন্ধু সম্পর্কে এটাই বাস্তব।
মার্কিন সংবাদপত্রের দাবি, গত ১৫ বছরের মধ্যে ১০ বছর কোনও আয়করই দেননি ট্রাম্প! ব্যবসায় তাঁর আয়ের থেকে লোকসান বেশি হয়েছে, এই যুক্তিতেই নাকি কর ফাঁকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট! ট্রাম্প অবশ্য এই রিপোর্টকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছেন।
নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট প্রকাশ্যে আসার পর অর্থনীতিবিদ কৌশিক বসুর টুইট, এটা মোড় ঘোরানো তথ্য। ট্রাম্প এবার হারবেন। ১১ বছর ধরে ফেডারেল আয়কর না দেওয়া তাঁর জনসমর্থনের ভিত্তি নড়বড়ে করে দিয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের হাতে যে তথ্য এসেছে, তা ট্রাম্পকে চাপে ফেলার জন্য যথেষ্ট। ২০১৭ সালে যখন ট্রাম্প কম লাভের যুক্তিতে যৎসামান্য কর দিচ্ছেন, তখন পানামা ও ফিলিপিন্সে তাঁর ব্যবসা কর দিয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকার কাছাকাছি।
প্রেসিডেন্ট পদে থাকাকালীন প্রথম দু’বছর ভারতের ব্যবসা থেকে ২৩ লক্ষ ডলার, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডের ব্যবসা থেকে ৭ কোটি ৩০ লক্ষ ডলার এবং ফিলিপিন্স ও তুরস্ক থেকে ৪০ লক্ষ ডলার আয় হয়েছে ট্রাম্পের।মার্কিন প্রেসিডেন্টের আইনজীবী অ্যালান গার্টেনের অবশ্য দাবি, সংবাদমাধ্যমের এই রিপোর্ট ভুল। আর প্রেসিডেন্ট ট্রাম্প নিজে বলছেন, ‘এটা ফেক নিউজ! বানানো গল্প।’