আন্তর্জাতিক

ট্রাম্পের মুখে পরাজয়ের সুর

নির্বাচনের চিত্রটা পরিষ্কার হয়ে যাওয়ার পরেই রাশিয়ার মতো হাতে গোনা কয়েকটি দেশ ছাড়া বিশ্বের তাবড় নেতারা জো বিডেনকে মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে নিয়ে অভিনন্দন জানান। হোয়াইট হাউস দখলে রাখার আইনি লড়াইয়েও ধাক্কা খেয়েছে রিপাবলিকান শিবির। সব মিলিয়ে বিডেনের পর এই প্রথম জনসমক্ষে করোনা নিয়ে বক্তব্য রাখলেন ডোনাল্ড ট্রাম্প। তবে এদিন তাঁর গলায় স্পষ্ট ছিল পরাজয় মেনে নেওয়ার ইঙ্গিত।
বৈধ ভোটে নিজেকেই বিজয়ী হিসেবে দাবি করে, বিষয়টিকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। সংবাদ মাধ্যমের উপর বিষোদগার করে তাঁকে বলতে শোনা গিয়েছে, মার্কিন মিডিয়া নয়, জয়–পরাজয়ের নির্ণায়ক চূড়ান্ত হবে আদালতে। ট্রাম্প শুক্রবার কিন্তু ডেমোক্র্যাট চ্যালেঞ্জার জো বিডেনকে তাঁর উত্তরসূরি হিসেবে স্বীকার করে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তাঁর পরাজয়ের ইঙ্গিত দিলেন। করোনা মহামারী নিয়ে ট্রাম্প সাফ জানান, ‘‌আমরা লকডাউন করব না। আমি করবই না। এই প্রশাসন লকডাউন হতে দেবে না। কিন্তু ভবিষ্যতে কোন প্রশাসন আসবে কে জানে। সময়ই এক্ষেত্রে শেষ কথা বলবে।’‌
ইউরোপের দেশগুলির মতো আমেরিকাতেও ফের করোনাভাইরাসের দৈনিক রেকর্ড সংক্রমণ শুরু হয়েছে। এই প্রসঙ্গেই কোভিড ভ্যাকসিনের প্রসঙ্গ উত্থাপন করেন। আমেরিকাবাসীকে আশ্বস্ত করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ২০২১ সালের এপ্রিল মাসের মধ্যেই দেশের সামগ্রিক জনসংখ্যার জন্য করোনার টিকা চলে আসবে। প্রেসিডেন্ট নির্বাচিত জো বিডেন আগে বলেছিলেন, ‘‌যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নিতে যে অস্বীকার করেছেন, তা বিব্রতকর একটি ব্যাপার।’‌