আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ফের তুলোধনা ট্রাম্পের

আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে গালমন্দ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, করোনা মোকাবিলায় হু–এর ভূমিকায় মোটেই সন্তুষ্ট নন তিনি। প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (‌হু)‌ বরাদ্দ অনুদান বন্ধ করে দেবে আমেরিকা। মঙ্গলবার ফের তাঁর গলায় শোনা গেল হুমকির সুর। স্পষ্ট করে জানিয়ে দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা চিনের হাতের কাঠের পুতুল। এই কারণেই আমেরিকা আগামীদিনে বন্ধ বা কমিয়ে দেবে অনুদানের অঙ্ক। হোয়াইট হাউসে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘ওরা চিনের হাতে কাঠপুতুল। ওরা চিন ঘেষা।’
এদিন ডোনাল্ড ট্রাম্প জানান, আমেরিকা প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দিয়ে থাকে। এবার এই অনুদান পুরোপুরি বন্ধ বা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি আমরা। কারণ আমাদের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সঠিক ব্যবহার করেনি। ওরা আমাদের অনেক ভুল উপদেশ দিয়েছে। এই অভিযোগের অবশ্য পাল্টা জবাব দেয়নি হু।
বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রাসী হয়ে বলেন, ‘চিন বছরে মাত্র ৪০ মিলিয়ন মার্কিন ডলারের অনুদান দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। আমরাও তাই ভেবেছিলাম ৪৫০ থেকে কমিয়ে মাত্র ৪০ মিলিয়ন মার্কিন ডলার দেব। যদিও প্রশাসনের অনেকের মত, এই অঙ্ক খুবই কম হয়ে যাবে।’