আন্তর্জাতিক

‘‌ভারতের বাতাস মারাত্মক নোংরা’‌

ভারত, চিন এবং রাশিয়ার বাতাস নোংরা। অন্তিম প্রেসিডেন্সিয়াল বিতর্কে পরিবেশ পরিবর্তন নিয়ে এই ভাষাতেই বন্ধু নরেন্দ্র মোদীর দেশের সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বললেন যে ভারত অত্যন্ত নোংরা একটি দেশ। প্রেসিডেন্ট ডিবেটের সময়ে ভারতের বায়ুদূষণ প্রসঙ্গে এই কথা বলেন ট্রাম্প।নিজের পিঠ বাঁচাতে উপমহাদেশের দেশের উপর দোষ চাপানোর পাশাপাশি তাঁর প্রতিদ্বন্দ্বী জো বিডেনের আবহাওয়ার পরিবর্তন মোকাবিলায় নেওয়া পরিকল্পনাকেও তীব্র কটাক্ষ করেছেন ট্রাম্প।
সারা বিশ্ব জুড়ে যে পরিবেশ বদল ঘটছে ও সেই পরিপ্রেক্ষিতে প্যারিস ডিল থেকে আমেরিকা নাম তুলে নেওয়া নিয়ে এদিন বিতর্ক হচ্ছিল। সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‌চিনের হাল দেখুন। কী রকম নোংরা একটি দেশ। রাশিয়া বা ভারতের অবস্থা দেখুন, কী নোংরা, বাতাস মারাত্মক দূষণগ্রস্ত।’‌ নোংরা বোঝাতে ইংরাজিতে ‘ফিলথি’ শব্দটি ব্যবহার করেন ট্রাম্প। প্যারিস পরিবেশ চুক্তি মানলে মার্কিন ব্যবসা সব লাটে উঠে যেত, মারাত্মক ক্ষতি হত তাদের বলেও মমন্তব্য করেন তিনি।
আগামী ৩ নভেম্বর আমেরিকায় রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে দ্বিতীয় তথা অন্তিম বিতর্কে ট্রাম্প বলেন, ‘‌চিনকে দেখুন, কত নোংরা। রাশিয়াকে দেখুন। ভারতকে দেখুন। বাতাস কত নোংরা। প্যারিস অ্যাকর্ডে আমাদের কয়েক ট্রিলিয়ন বেরিয়ে যাচ্ছিল আর আমাদের সঙ্গে খুবই অন্যায্য আচরণ করা হয়েছে বলে সেখান থেকে বেরিয়ে এসেছিলাম।’‌ অর্থাৎ, তাঁর মূল বক্তব্য ছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র নয়, দূষণ বেশি ছড়াচ্ছে ভারত ও চিন, কিন্তু তাদের তেমন ভাবে কলকারখানা বন্ধ করতে বলা হচ্ছে না। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে অনেক বেশি পদক্ষেপ নিতে বলা হয়েছে পরিবেশ রক্ষার খাতিরে।
এই বিষয়ে জো বিডেন বলেন, ‘‌আবহাওয়ার পরিবর্তন মানবতার প্রতি হুমকি। এটা প্রতিরোধ করার নৈতিক দায়িত্ব রয়েছে আমাদের। আগামী ৮–১০ বছর কাজ করে তার থেকে কিছু পাওয়ার আশা করলে হবে না।’‌ যদি এই বক্তব্যের সঙ্গে অনেকে সহমত পোষণ করেছেন।