আন্তর্জাতিক

চিনের ব্যাঙ্কে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট

আগামী ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচন। তার আগে এক বিস্ফোরক খবর সামনে চলে এল। সেই বিস্ফোরক খবরটি হল—চিনের এক ব্যাঙ্কে রয়েছে মার্কিন প্রেসিডেন্টের অ্যাকাউন্ট! ট্রাম্পের ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক করপ্রদানের কাগজপত্র হাতে আসার পর মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস খবরটি প্রকাশ করে। আর এই খবর প্রকাশ্যে আসতেই ঢি ঢি পড়ে গিয়েছে। কারণ ট্রাম্প মুখে চিনকে গালমন্দ করেছে বহুবার। আবার সেই দেশের ব্যাঙ্কে অ্যাকাউন্ট!‌ যাকে দ্বিচারিতা বলে মনে করছেন অনেকেই।
প্রকাশিত খবর অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকারও করেছেন, একটি চিনের ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে। ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট নামের প্রতিষ্ঠানটি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি নিয়ন্ত্রণ করে। ট্রাম্পের এক মুখপাত্রের মতে, এশিয়ায় হোটেল ব্যবসার সম্ভাবনা যাচাই করার উদ্দেশ্যেই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল।
করোনা নিয়ে চিনকে কম গালিগালাজ করেননি ডোনাল্ড ট্রাম্প। এমনকী যুক্তরাষ্ট্রের যেসব প্রতিষ্ঠানের চিনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, সেসব প্রতিষ্ঠানের সমালোচনা করার পাশাপাশি দু’‌দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের মতো পরিস্থিতিও তৈরি করেছিলেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের চিন নীতির সমালোচনাও করেছেন তিনি। অথচ ট্রাম্পের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই চিনে!