আন্তর্জাতিক

সস্ত্রীক করোনায় আক্রান্ত ডোনাল্ড ট্রাম্প

কোভিডে আক্রান্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পেরও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর। টুইট করে নিজেই এই খবর দেন ট্রাম্প। আর একমাস পর মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন। তার আগেই করোনায় কাত ট্রাম্প। যা রিপাবলিকানদের ভাবিয়ে তুলেছে।
এদিন টুইট করে ট্রাম্প লেখেন, ফার্স্ট লেডি অব দ্য ইউনাইটেড স্টেটস এবং আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। দু’‌জনেই নিভৃতবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, এই পরিস্থিতি থেকে দ্রুত বেরিয়ে আসব। উল্লেখ্য, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টার কোভিড হয়েছে। ট্রাম্পের ঘনিষ্ঠ ওই উপদেষ্টা হলেন হোপ হিক্স। তারপরেই কোয়ারেন্টাইন প্রক্রিয়া শুরু করে নিজের এবং স্ত্রী মেলানিয়ার কোভিড পরীক্ষা করান। তখন রিপোর্ট পজিটিভ আসে।
ডোনাল্ড ট্রাম্প–মেলানিয়ার কোভিড আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরই তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, আমার বন্ধু ডোনাল্ড ট্রাম্পের আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন। বুধবার প্রথম প্রকাশ্য বিতর্কসভায় মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প এবং প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বিডেন। কিন্তু সেই বিতর্কসভা শেষে গলাবাজি করে পরস্পরকে খাটো করে দেখানোর হাট হয়ে উঠেছিল।
আমেরিকায় যে হারে করোনার সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে তা নিয়ে অসন্তোষ বাড়ছে ট্রাম্প শাসনের বিরুদ্ধে। তাছাড়া করোনা পরিস্থিতির মধ্যেও মাস্ক না পরার জন্য প্রবল সমালোচনা মুখেও পড়তে হয়েছে ট্রাম্পকে। এবার তাঁরই করোনা হল। আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও পর্যন্ত সবার ওপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।