খেলাধুলা রাজ্য

ডোনার অভিযোগ দায়ের লালবাজারে

এবার সাইবার ক্রাইমের শিকার সৌরভ–ঘরণী ডোনা গঙ্গোপাধ্যায়। ফেসবুকে তেমনই একটি ভুয়ো অ্যাকাউন্ট তৈরি হল ডোনা গঙ্গোপাধ্যায়ের নামে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে লালবাজারে দায়ের করা হয়েছে অভিযোগ।
জানা গিয়েছে, ফেসবুকে ‘ডোনা গাঙ্গুলি’ লিখলেই ভেসে উঠছে অ্যাকাউন্টটি। যার প্রোফাইলে ছবি সৌরভপত্নীর হাসি মুখের। কভার ছবিতে আবার ডোনার সঙ্গে জায়গা পেয়েছেন সৌরভ ও মেয়ে সানা। আর সেখান থেকে নানা ধরনের পোস্ট হচ্ছে। এমনকী কিছু পোস্ট বেশ আপত্তিজনকও। যার সঙ্গে বিখ্যাত নৃত্যশিল্পী ডোনার কোনও সম্পর্ক নেই।
গোটা বিষয়টি কানে আসার পর বেশ বিরক্ত ডোনা। পেজটি যে তাঁর নয়, সেটিও নিশ্চিত করেছেন তিনি। তার প্রেক্ষিতেই লালবাজারের সাইবার ক্রাইম শাখায় দায়ের করা হয়েছে অভিযোগ। অভিযোগ, সাইবার ক্রাইমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ না নেওয়ার কারণেই অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে।
উল্লেখ্য, আগেও সৌরভ–কন্যা সানার নামেও ভুয়ো সোশ্যাল অ্যাকাউন্ট খোলা হয়েছিল। সেখান থেকেও নানা আপত্তিকর পোস্ট করা হয়। এবার সরস্বতী পুজোর মাঝেই নিজের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট দেখে বিরক্ত ডোনা গঙ্গোপাধ্যায়ও।