Actres Dolon is now very anxious for her 75 years old husband Dipankar Dey
বিনোদন

স্বামীকে নিয়ে উৎকণ্ঠা দোলনের

স্বামীর বয়স ৭৫, স্ত্রীর ৪৯ বছর। অভিনেতা দীপঙ্কর দে ও অভিনেত্রী দোলন রায়ের দীর্ঘদিনের প্রেম চলতি বছরেই বিয়েতে গড়িয়েছে। সেই আনন্দের রেশ কাটতে না কাটতেই দাম্পত্যে মৃত্যুভয় ভর করেছে। দীপঙ্কর দে’র ফুসফুসে জল জমার সমস্যা দীর্ঘদিনের। তাই করোনা থেকে স্বামীকে বাঁচিয়ে রাখতে দোলনের উৎকণ্ঠা। নানা তথ্যে জানা গেছে, হার্টের রোগী, ক্যানসার এবং ডায়াবেটিস এবং যাদের ফুসফুসের সমস্যা রয়েছে করোনায় তাদের ঝুঁকি অনেক বেশি। এই তথ্যই দোলনের ঘুম কেড়েছে। তাই সাবধানে থাকতে বহুদিন আগে থেকেই বাড়ির দৈনন্দিন কাজে সাহায্য করা মানুষদের ছুটি দিয়েছেন। গৃহস্থালি সামলাচ্ছেন একা হাতেই।

এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘ঘর মোছা থেকে বাসন মাজা সবটাই করতে হচ্ছে নিজেকেই। কী করব বলুন প্রতিনিয়ত মাথায় আসছে যে করেই হোক ওকে সুস্থ রাখতে হবে।’

অনেকদিন আগে থেকেই রান্না বান্না করার অভ্যেস তার। কিন্তু ফিনাইল দিয়ে ঘরের প্রতিটা কোণ যত্ন করে মোছা থেকে শুরু করে জীবাণুনাশক দিয়ে জামা কাপড় কাচা এসব ঝক্কিও অভ্যেস না থাকলেও তাকে সামলাতে হচ্ছে।

এ নিয়ে তিনি মজাও করেছেন। বলেন, ‘এই লকডাউন পিরিয়ড কেটে গেলে দেখব আমার ওজন ৩/৪ কেজি কমে গিয়েছে।’